ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ, অবরোধ

প্রকাশিত: ২৩:০৯, ১ মে ২০২০

ছাঁটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধ দাবিতে পোশাক শ্রমিক বিক্ষোভ, অবরোধ

জনকণ্ঠ ডেস্ক ॥ ছাঁটাই বন্ধ এবং বকেয়া বেতন-ভাতা পরিশোধ দাবিতে প্রতিদিনের মতো বৃহস্পতিবারও গাজীপুর, টঙ্গী ও নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছে। এসময় তারা সড়ক মহাসড়ক অবরোধ করে রাখে। পরে শিল্প পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতার। গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি শিল্প এলাকার দুরন্ত গার্মেন্টসের শ্রমিকরা কিছুদিন ধরে তাদের ফেব্রুয়ারি ও মার্চ মাসের বেতন ভাতা পরিশোধের জন্য কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়ে আসছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ ঘোষণা দিয়ে একাধিকবার তারিখ নির্ধারণ করলেও শ্রমিকদের পাওনা পরিশোধ করেনি। টঙ্গী ॥ বৃহস্পতিবার টঙ্গীর বিসিকের ব্রাইট এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা এ বিক্ষোভ সমাবেশ করে। তারা বেতনভাতা পরিশোধের দাবিতে দুপুর পর্যন্ত কারখানা গেটের সামনে বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। আন্দোলনরত শ্রমিকরা জনকণ্ঠকে জানান, কারখানা কর্তৃপক্ষের পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আজ বেতনভাতা পরিশোধ করার কথা ছিল। নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়ায় তিন মাসের বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার আল-পাইন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভকারী শ্রমিকরা সিদ্ধিরগঞ্জ থেকে হেঁটে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় এসে সড়কে অবস্থান নিয়ে বেতনের দাবিতে বিক্ষোভ করতে থাকেন।
×