ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ঝলক

প্রকাশিত: ২৩:০৯, ১ মে ২০২০

ঝলক

নিলামে উঠল এক টুকরো চাঁদ নিলামে উঠেছে এক টুকরো চাঁদ! লন্ডনের ক্রিস্টিজ নিলাম ঘরে বিক্রির জন্য তোলা হয়েছে এখন পর্যন্ত পৃথিবীর বুকে পাওয়া পঞ্চম বৃহত্তম চাঁদের পাথর। দাম উঠেছে ২ মিলিয়ন পাউন্ড। সাড়ে ১৩ কেজি ওজনের পাথরটি কোন উল্কা বা ধূমকেতুর আঘাতে চাঁদের বুক থেকে পৃথিবীতে এসে পড়েছে বলে ধারণা করা হয়। সাহারা মরুভূমি থেকে এই পাথরটি উদ্ধার করা হয়। এনডব্লিউএ১২৬৯১ নামেই পরিচিত এই চাঁদের পাথর। এখন পর্যন্ত পৃথিবীতে মোট ৬৫০ কেজি ওজনের চাঁদের পাথর পাওয়া গেছে। ক্রিস্টিজের সায়েন্স এ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি বিভাগের প্রধান জেমস হাইস্লপ বলেছেন, পৃথিবীতে এখন পর্যন্ত যত ‘মুন রক’ জমা হয়েছে তার মধ্যে এটি পঞ্চম বৃহত্তম। এই পৃথিবীর বাইরের কোন বস্তু হাতে ধরার মধ্যে একটা অদ্ভূত অনুভূতি রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, এটা চাঁদেরই পাথর। যাচাই করে নেয়া হয়েছে। আকারে একটা ফুটবলের চেয়েও বড়। এই চাঁদের পাথর ২ মিলিয়ন পাউন্ডে বিক্রি করা হচ্ছে বলেও জানিয়েছেন জেমস। প্রসঙ্গত, সাহারা থেকে এর আগেও মহাজাগতিক বস্তু উদ্ধার হয়েছে। এই চাঁদের পাথরের খোঁজ প্রথম কে পেয়েছিলেন সেটা জানা যায়নি। তবে বিভিন্ন হাত ঘুরে এই পাথর ন্যাশনাল হিস্ট্রি মিউজিয়ামে ঠাঁই পায়। অনেকেই বলেছেন চাঁদের খসে পড়া অংশই উল্কার মতো পৃথিবীতে চলে এসেছে। এই মুন রকের আন্তর্জাতিক চাহিদা তাই অনেক। -দ্য সায়েন্স টাইম নারীর হরমোন দিয়ে পুরুষের চিকিৎসা ৭০ এর বেশি বয়স কিংবা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত অনেকগুলো বিষয় মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে তোলে। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, মৃত্যুর ঝুঁকিতেও লিঙ্গ মুখ্য ভূমিকা নিতে পারে, কোভিড-১৯ রোগে মারা যাওয়ার সম্ভাবনা নারীদের তুলনায় পুরুষের বেশি। আর এবার নতুন একটি গবেষণায় পুরুষের শরীরে নারীদের যৌন হরমোন প্রয়োগে ভাইরাস থেকে বেঁচে থাকার সম্ভাবনা বাড়তে পারে কি না তা পরীক্ষা করে দেখা হচ্ছে। নিউইয়র্কের স্টনি ব্রুক বিশ্ববিদ্যালয়ের গবেষকরা পুরুষ করোনাভাইরাস রোগীদের ইস্ট্রোজেন দিচ্ছেন। নারীর এই হরমোন পুরুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে এবং অসুস্থতার তীব্রতা হ্রাস করতে পারে কি না তা দেখার উদ্দেশ্যে। অস্বাভাবিক এই ক্লিনিক্যাল ট্রায়ালটি গত সপ্তাহে প্রথমবারের মতো করা হয়েছে এবং গবেষক দলটি আশা করছেন, আগামী কয়েক মাসের মধ্যে ফল দেখা যাবে। গবেষণা প্রকল্পটির প্রধান গবেষক ডাঃ শ্যারন নচম্যান বলেন, ‘ইস্ট্রোজেন কীভাবে কাজ করে তা আমরা বুঝতে পারি না, তবে আমরা দেখতে পাব এটি রোগীদের ওপর কী রকম প্রভাব ফেলে। নারীদের মধ্যে করোনা সংক্রমণের প্রতিক্রিয়া আলাদা দেখা যাচ্ছে। আমরা তাদের মধ্যে খুব কমই পুনরায় করোনায় আক্রান্ত হওয়ার ঘটনা দেখতে পেয়েছি। এই পরীক্ষায় ৪০ জন পুরুষ রোগীকে পাঁচ দিন ধরে প্রতিদিন দুটি করে ইঞ্জেকশন দেয়া হবে। এরপর চিকিৎসকরা মূল্যায়ন করবেন আইসিইউতে থাকা পুরুষ রোগীদের হরমোন চিকিৎসা দিলে কোন ইতিবাচক ফল হয় কি না। -নিউইয়র্ক টাইমস
×