ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

প্রকাশিত: ২৩:০৬, ১ মে ২০২০

কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তা প্রধানমন্ত্রীর

বিশেষ প্রতিনিধি ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র রমজান উপলক্ষে দেশের ৬ হাজার ৯৫৯টি কওমি মাদ্রাসাকে ৮ কোটি ৩১ লাখ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সূত্র বৃহস্পতিবার জানায়, ‘এ অর্থ ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেয়া হয়েছে।’ সূত্র জানায়, এর মধ্যে রংপুর বিভাগে ৭০৩, রাজশাহী বিভাগে ৭০৪, খুলনা বিভাগে ১ হাজার ১১, বরিশাল বিভাগে ৪০২, ময়মনসিংহ বিভাগে ৩৯৭, ঢাকা বিভাগে ১ হাজার ৭৮০টি, চট্টগ্রাম বিভাগে ১ হাজার ৪৮১ এবং সিলেট বিভাগে ৪৮১ মাদ্রাসা রয়েছে। প্রধানমন্ত্রীর ভ‚য়সী প্রশংসা ॥ করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে পবিত্র রমজান উপলক্ষে কওমি মাদ্রাসাগুলোকে ৮ কোটি ৩১ লাখ টাকা আর্থিক সহায়তা দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ‚য়সী প্রশংসা করেছেন কওমি মাদ্রাসার নেতৃবৃন্দ। কওমি মাদ্রাসার রংপুর বিভাগীয় সমন্বয়কারী ও আল জামিয়াতুল কারিমিয়া নুরুল উলুম মাদ্রাসার সহ-অধ্যক্ষ মাওলানা মোঃ ইউনুস আলী অনুদান পাওয়ার পরে বৃহস্পতিবার বিকেলে বাসসকে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অতীতে অন্যান্য দুর্যোগের মতো করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এবারও দেশের মাদ্রাসাগুলোর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, যা আমাদের মনোবলকে চাঙ্গা করেছে।’ তিনি বলেন, রংপুর বিভাগের মোট ৭০৩টি মাদ্রাসা ইতোমধ্যে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে অনুদান পেয়ে গেছে।
×