ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ঝালকাঠিতে হোম কোয়ারেন্টাইনে ১৭৬ জন

প্রকাশিত: ১৮:০১, ৩০ এপ্রিল ২০২০

ঝালকাঠিতে হোম কোয়ারেন্টাইনে ১৭৬ জন

নিজস্ব সংবাদদাতা, ঝালকাঠি ॥ ঝালকাঠি জেলায় করোনা পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর থেকে ৮০১ জনকে হোম কোয়ারেন্টাইনে আনা হয়েছিল। এদের মধ্যে ৬২৫ জন হোম কোয়ারেন্টাইন থেতে বেরিয়ে গেছেন। বৃহস্পতিবার পর্যন্ত ১৭৬ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছে। ঝালকাঠি জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ৩৩১ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। ২৩৬ জনের রিপোট এসেছে। এদের মধ্যে ডাক্তার, নার্স ও পুলিশ কর্মকর্তাসহ ৮ জনের পজেটিভ রিপোর্ট এসেছে। এবং ২২৬ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। পজেটিভ রিপোর্ট আসা ৮ জনের মধ্যে দ্বিতীয় দফায় নমুনা পরীক্ষায় ৩ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। তবে, উর্ধ্বতন কর্তৃপক্ষের নিদের্শনা ব্যাতিত তাদের ছাড়পত্র দেয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার।
×