ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মসজিদ উন্মুক্ত করার ঘোষণা থেকে সরে এলেন গাসিক মেয়র

প্রকাশিত: ০০:৫৬, ৩০ এপ্রিল ২০২০

মসজিদ উন্মুক্ত করার ঘোষণা থেকে সরে এলেন গাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর মহানগরের মুসল্লিদের নামাজের জন্য মসজিদগুলো উন্মুক্ত করে দেয়ার ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব মোঃ নুরুল ইসলাম বুধবার বিকেলে জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে সারাদেশে ধর্ম মন্ত্রণালয় থেকে মসজিদে নামাজ আদায়ে যে নির্দেশনা দেয়া হয়েছে সে নির্দেশনা মেনেই নামাজ আদায় করতে হবে। এ ব্যাপারে বুধবার এক ভিডিও বার্তায় গাজীপুরের মেয়র তার আগের (মঙ্গলবারের) দেয়া বক্তব্য প্রত্যাহার করে সরকারী নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন নগরবাসীকে। ধর্ম মন্ত্রণালয়ের সচিব জানান, এ ব্যাপারে আমাদের যে নির্দেশনা আছে তাই ঠিক থাকবে। আমরা কেউ সরকারী নির্দেশনার বাইরে নই। ওই ব্যাপারে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে আমার কথা হয়েছে। মেয়রকে জানানো হয়েছে। মেয়র আমাকে বলেছেন, তিনি নিজেই ওটা সংশোধন/প্রত্যাহার করবেন। গাজীপুর জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, মসজিদ বা উপাসনালয়ে ঘোষিত সরকারী সিদ্ধান্ত পরিবর্তনের এখতিয়ার আমাদের কারো নেই। এটার পরিবর্তন করতে হলে সরকারের তরফ থেকেই আসতে হবে। গাজীপুর মহানগর পুলিশের কমিশনার মোঃ আনোয়ার হোসেন জানান, সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দেয়া নির্দেশনা মতেই গাজীপুর মহানগরের মসজিদগুলোতে নামাজ অনুষ্ঠিত হবে। প্রতি ওয়াক্তের নামাজে ৫ জন করে, জুমার নামাজে ১০ জন করে এবং তারাবি’র নামাজে ১২ জন নিয়ে নামাজ অনুষ্ঠিত হবে। গাজীপুর মহানগরের মসজিদগুলোতে সরকারের এ সিদ্ধান্ত বলবত থাকবে। ইতোমধ্যে মসজিদে মসজিদে ইমাম ও কমিটির সভাপতিকে ফোন করে এ বিষয়ে জানানো হয়েছে। মহানগরী এলাকায় মাইকিংও করা হচ্ছে।
×