ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ওষুধ কিনতে গিয়ে মারা গেলেন এক ব্যক্তি

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

প্রকাশিত: ০০:৫০, ৩০ এপ্রিল ২০২০

রাজধানীতে করোনায় আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু

স্টাফ রিপোর্টার ॥ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। অন্যদিকে ফার্মেসিতে ওষুধ কিনতে গিয়ে সেখানেই ছটফট করতে করতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। মঙ্গলবার রাতে পুলিশের ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিন ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে মারা যান। বুধবার সকালে তার করোনা টেস্টের রেজাল্ট পজিটিভ আসে। তিনি ওয়ারি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। ওয়ারি জোনের সহকারী পুলিশ কমিশনার হান্নানুল ইসলাম জানান, ফকিরাপুলের একটি হোটেলে কোয়ারেন্টাইনে ছিলেন জসিম উদ্দিন। গত তিনদিন ধরে করোনাভাইরাসের উপসর্গ থাকায় তার টেস্ট করানো হয়। টেস্টের রিপোর্ট আসার আগেই মঙ্গলবার রাতে তিনি মারা যান। জসিম উদ্দিনের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি পুলিশের ওয়ারি বিভাগের ব্যারাকে থাকতেন। করোনা উপসর্গ দেখা দেয়ায় তাকে ফকিরাপুলের আল সালাম হোটেলে কোয়ারেন্টাইনে রাখা হয়। কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পুলিশ সদর দফতর। বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শোক জানানো হয়। পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মোঃ সোহেল রানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ের প্রধান সম্মুখ যোদ্ধা পুলিশের এক গর্বিত সদস্য কনস্টেবল মোঃ জসিম উদ্দিন (৪০) করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। চলমান করোনা যুদ্ধে দেশের জনগণকে সুরক্ষিত রাখতে গিয়ে জসিম উদ্দিনের মৃত্যুতে বাংলাদেশ পুলিশ গভীরভাবে শোকাহত। একই সঙ্গে দেশমাতৃকার সেবায় তার এমন আত্মত্যাগে পুলিশ গর্বিত। তাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যাবে পুলিশ।
×