ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বলিউডের ঈদ পরিকল্পনা এবং ২০২০ সাল

প্রকাশিত: ২৩:২৪, ৩০ এপ্রিল ২০২০

বলিউডের ঈদ পরিকল্পনা এবং ২০২০ সাল

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের ভয়াবহ প্রকোপে মানবসভ্যতা প্রচ- হুমকির মধ্যে পড়েছে। তছনছ হয়ে গেছে সব ধরনের পরিকল্পনা। চরম অনিশ্চয়তা ভর করেছে সবখানে। করোনা আতঙ্কে রীতিমতো স্থবির হয়ে আছে বলিউড। ভারতে কোভিড-১৯-এর সংক্রমণ ছড়িয়ে পড়তেই সাবধানি হয়েছেন বলিউড তারকা, নির্মাতা ও প্রযোজকেরা। বন্ধ হয়েছে সিনেমা হল। বন্ধ হয়েছে সূটিং ডাবিং, নতুন সিনেমার প্রচারণা কার্যক্রম। পিছিয়ে গেছে অনেক সিনেমার মুক্তির তারিখ। নতুন করে তারিখও নির্ধারণ করতে পারছেন না ছবির প্রযোজক পরিবেশকরা। কারণ আগামী দিনের পরিস্থিতি কোন দিকে গড়ায় এখনই বলা যাচ্ছে না। করন জোহরের প্রযোজনায় ও রোহিত শেঠির পরিচালনায় বহুল প্রতীক্ষিত সূর্যবংশী ছবির মুক্তি গত ২৪ মার্চ থেকে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেয়া হয়েছে। এ ছবির প্রধান তারকা হলেন অক্ষয় কুমার ও ক্যাটরিনা কাইফ। ওদিকে কবির খান পরিচালিত ক্রিকেটার কপিল দেবের জীবনীভিত্তিক ছবি ৮৩-এর নির্মাতারাও মহাবিপাকে পড়েছেন। রণবীর সিং অভিনীত এই বায়োপিকের ট্রেলার প্রকাশের কথা ছিল ১১ মার্চ। কিন্তু করোনা বিস্তারের কারণে তা স্থগিত করা হয়। তারও আগে যশবাজ ফিল্মসের ছবি সন্দ্বীপ আউর পিঙ্কি ফারার’ ছবির মুক্তির তারিখ নির্ধারিত থাকলেও তা মুক্তি পায়নি। জাহৃবী কাপুর অভিনীত ‘গুঞ্জন মাক্সেনা : দ্য কাগিলি গার্ল‘ ছবির মুক্তির তারিখও পিছিয়ে দেয়া হয় গত মার্চেই। এবারের ঈদ উৎসবে সালমান খান অভিনীত ‘রাধে : ইয়্যূর মোস্ট ওয়ান্টেড ভাই ছবিটি মুক্তি পাবে এমন পরিকল্পনা থাকলেও করোনা পরিস্থিতিতে ছবিটির কাজ বন্ধ রাখতে হয়েছে, ফলে ‘রাধে’ ছবিটি কবে মুক্তি পাবে এখন তা ভবিষ্যতই বলতে পারে। আমির খান কারিনা কাপুর জুটির বহুল প্রতীক্ষিত সিনেমা লাল সিং চাড্ডা’ এ বছরের শেষে বড় দিনের উৎসবে মুক্তি পাবার কথা থাকলেও এখন তা আগামী বছর মুক্তি পাবে বলে জানিয়েছেন এর সঙ্গে সংশ্লিষ্টরা। কিয়ারা আদভানি অভিনীত ‘ইন্দু কি জাওয়ানি’ ছবিটি আগামী জুনে মুক্তির জন্য নির্ধারিত ছিল। এখন করোনা পরিস্থিতির কারণে এ ছবির মুক্তি অনিশ্চিত হয়ে উঠেছে। জাহ্নাবি কাপুর অভিনীত রুহি আফজানা অনন্যা পা-ে-ইশান খাট্টার জুটির খাল্লি পিল্লি, উর্বশী রাওতেলা অভিনীত ‘ভার্জিন ভানু প্রিয়া’, কঙ্গনা রানাওত পরিচালিত ‘থালাডি’ ছবিগুলো আগামী জুনে মুক্তি পাবার কথা থাকলেও বিরাজমান করোনা ভয়াবহ পরিস্থিতিতে যেখানে মানুষজন এখনও কলডাউনে ঘরবন্দী জীবন যাপন করছে সেখানে নতুন সিনেমা মুক্তির কথা ভাবতে পারছেন না সংশ্লিষ্ট প্রযোজকরা। কারণ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সিনেমা হল খুলে দেয়ার বিষয়ে সিদ্ধান্ত আসবে না বলে জানা গেছে। রানী মুখার্জি সাইফ আলি খান অভিনীত বান্টি আউর বাবলি টু’ ছবিটি নিয়ে দর্শক মনে কৌতূহল সৃষ্টি হয়েছিল। এ ছবিটি জুনে মুক্তি পাবে এমন কথা ঠিক হয়েছিল। কিন্তু এখন ছবিটি আগামী জুন তো পরের কথা, এ বছর করে প্রেক্ষাগৃহে আসবে বলা যাচ্ছে না সঠিকভাবে, একইভাবে সঞ্জয় দত্ত; পুজা ভাট, আদিত্য রায় কাপুর, আলিয়া ভাট অভিনীত মহেশভাট পরিচালিত ‘সড়ক টু’ ছবিটির কথা বলা যায়। এ ছবিটির মাধ্যমে মহেশভাট ২০ বছর পর সিনেমা পরিচালনায় ফিরেছেন। এখনও ছবিটির পুরো শূটিং শেষ করতে পরেননি তিনি বিদ্যমান করোনা পরিস্থিতির কারণে। ফলে ‘সড়ক টু’ চলতি বছরে মুক্তি পাবে কিনা বলা যাচ্ছে না এই মুহূর্তে। পরিচালক সঞ্জয় গুপ্ত অনেকদিন পর ‘মুম্বাই সাগা’ ছবিটির মাধ্যমে ফেরার আয়োজন করেছিলেন। জন আব্রাহাম, ইমরান হাশমি, জ্যাকি স্রফ, কাজল আগরওয়াল, সুনীল শেঠি, প্রতীক বাব্বর, রোহিত রায়, গুলশান গ্রোভার, শারমান যোশির মতো অনেক জনপ্রিয় তারকা শিল্পী সমৃদ্ধ এ্যাকশনধর্মী এ ছবির মুক্তির তারিখ ১৯ জুন নির্ধারিত থাকলেও শেষ পর্যন্ত বর্তমান পরিস্থিতিতে ছবিটি মুক্তি পাবে না ধরে নেয়া যায়। অভিতাভ বচ্চন, ইমরান হাশমি, ক্রিস্টাল ডি সুজা অভিনীত ‘চেহরে’ ছবিটির ব্যাপারে অনেকের আগ্রহ থাকলেও এ ছবিটি এ বছর নির্ধারিত সময়ে প্রেক্ষাগৃহে আসবে না। জানা গেছে, রনবীর কাপুর, সঞ্জয় দত্ত, বনী কাপুর, রণিত রায় অভিনীত ‘শামসেরা’, কার্তিক আরিয়ান-কিয়ারা আদভানি অভিনীত ‘ভুল ভুলাইয়া টু’, জন আব্রাহাম-জ্যাকুলিন ফার্নান্দেজ-রাকুল প্রীত সিং অভিনীত ‘এ্যাটাক’, পরেশ রাওয়াল-শিল্প শেঠি অভিনীত ‘হাঙ্গামাট’ শহিদ কাপুর অভিনীত ‘জার্সি’, তাপসি পান্নু অভিনীত ‘হাসিনা দিলরুবা, ফারহান আখতার অভিনীত ডফান’, অক্ষয় কুমার অভিনীত ‘পৃথি¦রাজ,‘ আলিয়াভাট অভিনীত ‘গাংগুবাই কাটিয়াবাদি’ প্রভৃতি ছবিগুলো এ বছর বক্স অফিস কাঁপাবে ধারণা করা হয়েছিল। কিন্তু অপ্রত্যাশিত বৈশ্বিক মহামারী করোনার প্রকোপে বলিউডের ব্যবসায়িক ছকটাই পুরোপুরি তছনছ হয়ে গেছে বলা যায়।
×