ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে বিক্ষোভ

প্রকাশিত: ২২:৫৫, ২৯ এপ্রিল ২০২০

করোনায় মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার ॥ আউটসোর্সিং প্রক্রিয়া বাতিল করে করোনাভাইরাস মোকাবেলায় চিকিৎসক ও নার্সদের মতো মেডিক্যাল টেকনোলজিস্টদের নিয়োগের দাবিতে বুধবার মহাখালীর স্বাস্থ্য অধিদফতরের সামনে বিক্ষোভ সমাবেশ করেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পাস করা মেডিক্যাল টেকনোলজিস্টরা। বুধবার স্বাস্থ্য মন্ত্রণালয় আউটসোর্সিং প্রক্রিয়ার মাধ্যমে ৩৮৬ জন মেডিক্যাল টেকনোলজিস্টকে নিয়োগের পরিপত্র প্রকাশ করলে বিক্ষোভে ফেটে পড়েন মেডিক্যাল টেকনোলজিস্টরা। তিন শতাধিক মেডিক্যাল টেকনোলজিস্ট অধিদফতরের সামনে অবস্থান নেয়। পরবর্তীতে স্বাস্থ্য অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন মেডিক্যাল টেকনোলজিস্টরা। স্বাস্থ্য ও শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ ইউসুফ ফকির আউটসোর্সিং বাতিলের বিষয়ে সমর্থন জ্ঞাপন করেন এবং বিষয়টি সমাধানের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানানোর পর অবস্থান কর্মসূচী স্থগিত করা হয়। বিক্ষোভে মেডিক্যাল টেকনোলজিস্টদের বিএমটিএ, স্বামেপ, এম-ট্যাব, বারিট, সম্মিলিত মেডিক্যাল টেকনোলজিস্ট পরিষদের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×