ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আর্থিক সঙ্কটের কারণে ১৫ মে পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

প্রকাশিত: ২২:৪০, ২৯ এপ্রিল ২০২০

আর্থিক সঙ্কটের কারণে ১৫ মে পর্যন্ত বিমানের ফ্লাইট বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ আকাশ পথ স্বাভাবিক হলেও আর্থিক সঙ্কটের কারণে ১৫ মে পর্যন্ত ফ্লাইট পরিচালনা করতে পারবে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে চীন বাদে আগামী ৭ মে পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে সব ধরনের শিডিউল ফ্লাইট ওঠানামা আগেই বাতিল করেছে বাংলাদেশ বেসরকারী বিমান চলাচল কর্তৃপক্ষ। এখন এই নিষেধাজ্ঞা ওঠে গেলেও ফ্লাইট পরিচালনা করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। মূলত আর্থিকসহ নানা সঙ্কট ও অন্যান্য কারণে বিমানকে এ ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। এ বিষয়ে বুধবার বিমানের জনসংযোগ শাখা থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, করোনা দুর্যোগ পরিস্থিতি বিবেচনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৫ মে পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল ঘোষণা করেছে। জানা গেছে- এ সময় ফ্লাইটে থাকা যাত্রীদের কী হবে, কিংবা আগে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের করণীয় বিষয়ে কোন নির্দেশনা দেয়নি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দেশে বিমান চলাচলে বেবিচকের নিষেধাজ্ঞা জারি করার আগেই ৩০ এপ্রিল পর্যন্ত সব ফ্লাইট বাতিল করেছিল বিমান। দেশের অভ্যন্তরে বিমান ঢাকা থেকে চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, যশোর, সৈয়দপুর, বরিশাল রুটে ফ্লাইট পরিচালনা করে। এছাড়া লন্ডন, ম্যানচেস্টার, নেপাল, ব্যাংকক, মালয়েশিয়া, সিঙ্গাপুর, কলকাতা, দিল্লী, জেদ্দা, মদিনা, দাম্মাম, রিয়াদ, আবুধাবি, দোহা, কুয়েত, মাস্কাট ও দুবাইসহ ১৭টি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে থাকে বাংলাদেশ বিমান। দেশের বিমানবন্দরগুলো দিয়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে ৭ মে পর্যন্ত নিষেধাজ্ঞা রয়েছে। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে। অবশ্য বিমান মে মাসেই গুয়াংজুতে ফ্লাইট চালানোর প্রস্তুতি নিচ্ছে। এ বিষয়ে বিমানের একজন কর্মকর্তা বলেন, মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শর্ত সাপেক্ষে সীমিতকারে কিছু ফ্লাইট চালানোর অনুমতি দেবে সিভিল এভিয়েশন। হয়তো ইউএস বাংলা ও নভোএয়ার অভ্যন্তরীণ ফ্লাইট চালানো শুরু করবে। কিন্তু বিমান হয়তো সেটা আরও মে মাসের ১৫ তারিখ পর্যন্ত পারবে না। আর্থিক সঙ্কট এতবেশি জেকে বসেছে যে সরকার নতুন প্রণোদনা না দেয়া পর্যন্ত ফ্লাইট চালাবে না বিমান। ইতোমধ্যে সোনালী ব্যাংকের কাছে ১৬০০ কোটি টাকার আর্থিক লোন সহায়তা চেয়ে আবেদন করেছে বিমান।
×