ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

প্রকাশিত: ২২:২৭, ২৯ এপ্রিল ২০২০

আনিসুজ্জামানের শারীরিক অবস্থার উন্নতি

স্টাফ রিপোর্টার ॥ গত সোমবার থেকে রাজধানীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। হার্ট, কিডনি, ফুসফুস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছেন তিনি। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যায় হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে কেবিনে স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিন তার চিকিৎসার জন্য অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহর নেতৃত্বে চার সদস্যের একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এসব তথ্য জানিয়েছেন আনিসুজ্জামানের ছেলে আনন্দ জামান। আনন্দ জামান জনকণ্ঠকে বলেন, বর্তমানে বাবার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত নন। এজন্য আরও কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। বুধবার সন্ধ্যায় তাকে সিসিইউ থেকে কেবিনে নেয়ার সম্ভাবনা রয়েছে। আশা করছি, শীঘ্রই তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়িতে ফিরবেন। অধ্যাপক আনিসুজ্জামানের চিকিৎসা ব্যবস্থাকে আরও বেশি গুরুত্ব দিয়ে অধ্যাপক ডাঃ এবিএম আবদুল্লাহর নেতৃত্বে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে বলেন জানান আনন্দ জামান।
×