ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও কোড দেয়ার নির্দেশ

প্রকাশিত: ২২:২৬, ২৯ এপ্রিল ২০২০

নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও কোড দেয়ার নির্দেশ

স্টাফরিপোর্টার ॥ এমপিও’র অপেক্ষায় থাকা নতুন এক হাজার ৬৩৩টি প্রতিষ্ঠান, তাদের অনুকূলে এমপিও কোড (প্রতিষ্ঠান সনাক্তকরণ নম্বর) দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষককর্মচারী ২০১৯ সালের ১ জুলাই থেকেই বেতন-ভাতা পাবেন। বুধবার শিক্ষামন্ত্রণালয় নিম্ন-মাধ্যমিক পর্যায়ের ৪৩০টি, উচ্চ মাধ্যমিক (কলেজ) পর্যায়ের ৯২টি, মাধ্যমিক পর্যায়ের ৯৯১টি, স্নাতক (পাস) পর্যায়ের ৫২টি এবং উচ্চ মাধ্যমিক (স্কুল অ্যান্ড কলেজ) পর্যায়ের ৬৮টি প্রতিষ্ঠানকে কোড দিয়ে আলাদা আদেশ জারি করেছে। শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮ অনুযায়ী শিক্ষক কর্মচারীরা বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। তবে শিক্ষক কর্মচারীদের যোগ্যতা ও অভিজ্ঞতা নিয়োগকালীন সময়ের বিধিবিধান, পরিপত্র, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী প্রযোজ্য হবে। যে সব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়েছে তাদের মধ্যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নীতিমালা অনুযায়ী যোগ্যতা বজায় রাখতে ব্যর্থ হলে সে প্রতিষ্ঠানের এমপিও স্থগিত করা হবে।
×