ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা সঙ্কট শেষে অছাত্রদের হল ছাড়তে হবে ॥ ঢাবি কর্তৃপক্ষ

প্রকাশিত: ২২:২৫, ২৯ এপ্রিল ২০২০

করোনা সঙ্কট শেষে অছাত্রদের হল ছাড়তে হবে ॥ ঢাবি কর্তৃপক্ষ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ করোনা সঙ্কট কাটিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা খোলার পর ছাত্রত্ব শেষ হওয়া শিক্ষার্থীরা কোনক্রমেই আবাসিক হলগুলোতে অবস্থান করতে পারবে না। তাদেরকে হল প্রশাসনের বেঁধে দেয়া সময়ের মধ্যে ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে সিট ছেড়ে দিতে হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ সিদ্ধান্ত বাস্তবায়নে ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সহযোগিতা অত্যাবশ্যক বলে সভায় অভিমত ব্যক্ত করা হয়। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। শিক্ষার্থীদের স্বাস্থ্য ঝুঁকি নিরসন, আবাসিক হলের শিক্ষা ও জীবনমানের উন্নয়ন, ছুটির পর হলে শিক্ষার্থীদের অবস্থান, গণরুম সমস্যা নিরসন ও হল পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়ে প্রভোস্ট কমিটির এক সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপাচার্য অধ্যাপক মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনলাইন ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম ‘জুম’ এর মাধ্যমে এই সভা অনুষ্ঠিত হয়।
×