ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নকল পণ্য তৈরি ॥ জরিমানা

প্রকাশিত: ২১:২৯, ৩০ এপ্রিল ২০২০

নকল পণ্য তৈরি ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলার নাটাই গ্রামে নকল পণ্য তৈরির কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ওই কারখানাটিকে সিলগালা করে মালিককে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমাণ নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। পরে মালিককে ৫ লাখ টাকা জরিমানা ও কারখানাটিকে সিলগালা করা হয়েছে। অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রশান্ত বৈদ্যসহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জীবাণুনাশক বুথ উদ্বোধন স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে জীবাণুনাশক বুথের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে সেনাবাহিনীর ৩৩ ডিভিশন কুমিল্লা অঞ্চলের ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা হাসপাতালের প্রধান ফটকে এই বুথের উদ্বোধন করেন। এ সময় জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান, সিভিল সার্জন ডাক্তার মোঃ একরাম উল্লাহ, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক শওকত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকারসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তিনি নার্সিং ইনস্টিটিউটে প্রতিষ্ঠিত ৫০ শয্যাবিশিষ্ট করোনা হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেন।
×