ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ভোলায় এবার পল্লী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১৭:৪৯, ২৯ এপ্রিল ২০২০

ভোলায় এবার পল্লী চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত

নিজস্ব সংবাদদাতা,ভোলা ॥ ভোলায় আরো ১ যুবক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তার বাড়ি ভোলা সদর উপজেলা পূর্ব ইলিশা ইউনিয়নে। এদিকে প্রশাসনের পক্ষ থেকে আক্রান্তের বাড়িসহ ওই এলাকার ৫টি বাড়ি লক ডাউন করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো মোট ৫ জন। এদিকে ভোলা সিভিল সার্জন দফতরের কন্ট্রোল রুম থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় আরো ২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে জেলায় মোট ১৫৬০ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। এর মধ্যে মেয়াদ উর্ত্তীন হয়েছে ৮৬২ জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে রয়েছে ৬৯৮ জন। এদিকে আজ বুধবার নতুন আরো ২৫টি নমুনা পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়েছে। এ নিয়ে মোট পাঠানো হলো ৩৬৩ জন।
×