ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সংবাদপত্রসহ গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধের নির্দেশ

প্রকাশিত: ২৩:৫০, ২৮ এপ্রিল ২০২০

সংবাদপত্রসহ গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধের নির্দেশ

বিশেষ প্রতিনিধি ॥ সরকারের কাছে গনমাধ্যমের পাওনা বিজ্ঞাপনের বিল পরিশোধের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে সরকারের কাছে ক্রয়, সেবা বা ঠিকাদারী কাজের পাওনা পরিশোধেরও নির্দেশ দেয়া হয়। রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব ছাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ নির্দেশ দেয়া হয়েছে। সরকারের ৫৮ মন্ত্রণালয় ও বিভাগের সব সচিবকে এ চিঠি ইতোমধ্যে পাঠানো হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। বিল পরিশোধের বিষয়টি যেন মন্ত্রিপরিষদকে অবহিত করা হয় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে চিঠিতে। চিঠিতে বলা হয়-‘সরকারি বিভিন্ন ক্রয়, সেবা, বিজ্ঞাপন ও কাজ সম্পাদন করা হলেও এ সকল বিষয়ে বিল পরিশোধ করা হয়নি। ফলে অনেক ঠিকাদার/সরবরাহকারী প্রতিষ্ঠান সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমতাবস্থায় যে সব সরকারি ক্রয়, সেবা, বিজ্ঞাপন প্রদান ও কাজ সম্পাদন করে এখনও পাওনা পরিশোধ করা হয়নি, তা অতিসত্ত্বর প্রদান পূর্বক নির্দেশ মোতাবেক মন্ত্রিপরিষদ বিভাগকে অবহিত করার জন্য অনুরোধ করা হল।’ জানা গেছে, সম্প্রতি নোয়াবের সঙ্গে তথ্যমন্ত্রীর এক বৈঠকে নোয়াবের পক্ষ থেকে বিভিন্ন মন্ত্রণালয়ে বিজ্ঞাপনের বকেয়া বিল পরিশোধের উদ্যোগ নিতে অনুরোধ জানানো হয়। তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ‘লকডাউন’ পরিস্থিতিতে গত রবিবার আনুষ্ঠানিকভাবে সীমিত পরিসরে সচিবালয় খোলার দিন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ মন্ত্রণালয়ের সচিবসহ উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে একজন কর্মকর্তা পত্রিকাসহ সব গণমাধ্যমের বিজ্ঞাপন বিল পরিশোধে সব মন্ত্রণালয়কে তাগিদ দেয়া প্রয়োজন বলে অভিমত প্রকাশ করেন। এর পরিপ্রেক্ষিতে তথ্যমন্ত্রী তাৎক্ষণিকভাবে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগে চিঠি পাঠানো হয়। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্র জানায়, চিঠিতে উল্লেখ করা হয় বিভিন্ন মাধ্যমে জানা যাচ্ছে যে বিভিন্ন গণমাধ্যম সরকারের অনেক মন্ত্রণালয়, বিভাগ ও দফতরের কাছে বিজ্ঞাপন ছাপার বিল পাওনা আছে। করোনা পরিস্থিতির কারণে সরকারী দফতর বন্ধ থাকায় অনেক বিল জমা হয়ে গেছে। এ সময় জরুরী কাজের সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ গণমাধ্যম খাতের আর্থিক কার্যক্রম চালাতে সমস্যা হচ্ছে। এমন অবস্থায় সব সরকারী প্রতিষ্ঠান যেন তাদের কাছে বকেয়া থাকা পত্রিকা ও অন্যসব গণমাধ্যমের বিল পরিশোধ করে। একই সঙ্গে অন্যান্য পাওনা পরিশোধেরও নির্দেশ দেয়া হয়।
×