ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রাম বন্দর সচল রাখতে স্টোর রেন্ট মওকুফ সুবিধা বাড়ল

প্রকাশিত: ২২:২৫, ২৯ এপ্রিল ২০২০

চট্টগ্রাম বন্দর সচল রাখতে স্টোর রেন্ট মওকুফ সুবিধা বাড়ল

হাসান নাসির, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম বন্দর সচল রাখতে ইয়ার্ড খালি করাই এখন অগ্রাধিকার। নির্দেশনা অনুযায়ী শুরু হয়েছে জাহাজ থেকে আনলোড করা আমদানির পণ্যভর্তি কন্টেনার অফডকে নেয়ার কাজ। ধীরে ধীরে বাড়ছে পণ্য ডেলিভারি। পোশাক শিল্প মালিকরা যেন ফেব্রিকসহ নানান ধরনের কাঁচামাল দ্রুততার সঙ্গে ছাড়িয়ে নিতে উৎসাহী হন, সেজন্য বাড়ানো হয়েছে স্টোর রেন্ট মওকুফ সুবিধার মেয়াদ। পরিকল্পনা অনুযায়ী কাজ এগিয়ে নেয়া গেলে সপ্তাহখানেকের মধ্যে ইয়ার্ড পরিস্থিতি সহনীয় পর্যায়ে আনা যাবে, এমনই আশা করছে বন্দর কর্তৃপক্ষ।
×