ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আয়কর ও ভ্যাট অফিস খোলা রাখার সিদ্ধান্ত

প্রকাশিত: ২২:২৪, ২৯ এপ্রিল ২০২০

আয়কর ও ভ্যাট অফিস খোলা রাখার সিদ্ধান্ত

অর্থনৈতিক রিপোর্টার ॥ সাধারণ ছুটির সময়ে আয়কর ও ভ্যাটের মাঠপর্যায়ের অফিস এবং সেগুনবাগিচার প্রধান কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মঙ্গলবার সব আয়কর অফিস খোলা রাখার আদেশ জারি করেছে এনবিআর। আদেশে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালে জরুরী প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন দফতরগুলো খোলা রাখার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। এনবিআর বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্তকতামূলক সব ব্যবস্থা সাপেক্ষে আয়কর দফতরগুলো খোলা রাখতে হবে। এর আগে সোমবার এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করেছে। প্রসঙ্গত, ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটিতে ১৮ মন্ত্রণালয় খোলা রাখার আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন মাঠপর্যায়ের অফিস খোলা রাখার অনুরোধ জানায়।
×