ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

খামারিদের উৎপাদিত পণ্য বিক্রি করছে মন্ত্রণালয়

প্রকাশিত: ২২:২৩, ২৯ এপ্রিল ২০২০

খামারিদের উৎপাদিত পণ্য বিক্রি করছে মন্ত্রণালয়

স্টাফ রিপোর্টার ॥ করোনা ভাইরাসের কারণে সৃষ্ট মহামারীতে নাগরিক সুবিধার কথা চিন্তা করে সারাদেশের খামারিদের উৎপাদিত দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের মাধ্যমে বিক্রি করছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। শুধু সোমবার একদিনেই প্রাণিসম্পদ দফতরগুলোর তত্ত্বাবধানে আট বিভাগের ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রে ২৬ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ৪৭৬ টাকার দুধ, ডিম ও পোল্ট্রি মুরগি বিক্রি করা হয়েছে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের আওতাধীন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ দফতরগুলোর মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইফতেখার হোসেন জানান, একদিনে ২৪ লাখ ১০ হাজার ৮৮১ লিটার দুধ, ১ কোটি ১৮ লাখ ৮৭ হাজার ২৮৯টি ডিম এবং ১৫ লাখ ৮৬ হাজার ৬৬২টি পোল্ট্রি মুরগি বিক্রি করেছেন খামারিরা।
×