ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

মোসলেমকে খুঁজে পেতে অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নেয় গোয়েন্দারা

প্রকাশিত: ২২:২১, ২৯ এপ্রিল ২০২০

মোসলেমকে খুঁজে পেতে অত্যাধুনিক প্রযুক্তির আশ্রয় নেয় গোয়েন্দারা

শংকর কুমার দে ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী মৃত্যুদ-প্রাপ্ত রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনকে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অবস্থান থেকে খুঁজে বের করতে ‘অত্যাধুনিক প্রযুক্তির’ আশ্রয় নিয়েছিল ভারতের গোয়েন্দা সংস্থা। এরপর ওর চেহারার ‘সংবেদনশীল ছবি আঁকা’ হয়। ভারতে মোসলেমের গ্রেফতারের সময় অত্যাধুনিক প্রযুক্তি ও তার সংবেদনশীল ছবির সঙ্গে মিলিয়ে দেখা হয়। তারপরই গ্রেফতার অভিযান পরিচালনাকারী ভারতীয় গোয়েন্দারা নিশ্চিত হয়। বঙ্গবন্ধুর বুকে নিজে গুলি করে হত্যাকারী খুনী মোসলেমউদ্দিন। বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তারা ভারতের গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে খুনী মোসলেমউদ্দিন সম্পর্কে এই ধরনের খবরের বিষয়টি নিশ্চিত করেছে বলে গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের দাবি। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থা অভিযানটি পরিচালনা করার সময়ে পশ্চিমবঙ্গ পুলিশ সে সম্পর্কে কিছুই জানতে দেয়া হয়নি। গ্রেফতারের আগে মোসলেমউদ্দিনের ছবি এবং ভিডিও প্রকাশিত হয়। এতে কিছু বিভ্রান্তি দেখা দেয়। ওই ছবি প্রকাশের পর বিভিন্ন সূত্র দাবি করেছিল, মোসলেমউদ্দিন কয়েক বছর আগে মারা গেছে। বাঁচার জন্য নিজের মৃত্যুসংবাদ ছড়িয়ে গা ঢাকা দিয়েছিলেন বঙ্গবন্ধুর খুনী। এরপরই খুনী মোসলেমউদ্দিন সম্পর্কে নিশ্চিত হতে অত্যন্ত সংবেদনশীল চেহারা শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ভারতের টেলিভিশন চ্যানেল এনডিটিভির খবরে আরও উল্লেখ করা হয়, এর আগে গ্রেফতার হওয়া বঙ্গবন্ধুর খুনী আবদুল মাজেদই রিসালদার মোসলেমউদ্দিনের অবস্থান সম্পর্কে তথ্য জানায়।
×