ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে, খাদ্য সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

প্রকাশিত: ২২:১০, ২৯ এপ্রিল ২০২০

নৌবাহিনীর জীবাণুনাশক স্প্রে, খাদ্য সহায়তা ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় রাজধানীর হাতিরঝিল এলাকার প্রধান প্রধান সড়ক, ফুটপাথ ও আশেপাশের পরিবেশ জীবাণুমুক্ত রাখতে জীবাণুনাশক ওষুধ ছিটানোসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে নৌবাহিনী। মঙ্গলবার নৌবাহিনীর সদস্যরা দিনব্যাপী কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি চট্টগ্রাম ও খুলনার দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে নৌবাহিনী নিয়মিতভাবে জীবাণুনাশক ওষুধ ছিটানো, চিকিৎসা সহায়তা, অসহায় ও দরিদ্রদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দেয়াসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে। নৌ-সদস্যরা এসব এলাকাগুলোতে সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং মানুষকে ঘরে থাকা নিশ্চিত করতে নিয়মিত মাইকিং করা এবং বিভিন্ন লিফলেট বিতরণ করছে।-আইএসপিআর
×