ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ছয় জেলায় ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২২:০৯, ২৯ এপ্রিল ২০২০

ছয় জেলায় ডাক্তার নার্স, স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের ছয় জেলায় ডাক্তার-নার্স ও স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গায় ডাক্তার-স্বাস্থ্যকর্মীসহ নতুন করে ২৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ডাক্তার-স্বাস্ব্যকর্মী করোনা আক্রান্ত হওয়ায় আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বন্ধ ঘোষণা করা হয়েছে। পাবনায় ডাক্তার-নার্সসহ ছয়জন করোনায় আক্রান্ত হয়েছেন। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। যশোরের কেশবপুরে নতুন আক্রান্তদের মধ্যে তিনজনই হাসপাতালের ডাক্তার-কর্মচারী। তাদের হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশুরোগ বিশেষজ্ঞ করোনায় আক্রান্ত হয়েছেন। তাকে হাসপাতাল সংলগ্ন নিজ বাসায় হোম কোয়ারেন্টাইন করা হয়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ সাতজন করোনায় আক্রান্ত হয়েছেন। জয়পুরহাটের কালাই হাসপাতালের নৈশপ্রহরীসহ আরও ১১ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। ফলে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনায় বাড়ছে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা ॥ এদিকে স্টাফ রিপোর্টার জানান, করোনায় আক্রান্ত হাসপাতাল এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীর সংখ্যা বেড়েই চলেছে। এবার রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের আটজন চিকিৎসকসহ মোট ৩০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হাসপাতালের ১৫ চিকিৎসক এবং ৩৭ নার্সকে ইতোমধ্যে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক কাজল কুমার কর্মকার।
×