ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মুন্সীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে গুলি

প্রকাশিত: ২২:০৯, ২৮ এপ্রিল ২০২০

মুন্সীগঞ্জে জনস্বাস্থ্য প্রকৌশল অফিসে গুলি

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর ভবনে গুলি হয়েছে। করোনার এই লকডাউন অবস্থার মধ্যেও রবিবার রাত পৌনে ৮টায় পরপর দুটি গুলি হয়। ভবনের তৃতীয় তলার প্রকৌশল অধিদফতরটি নির্বাহী প্রকৌশলী কক্ষের জানালা ভেদ করে গুলি ভেতরে প্রবেশ করে। আকস্মিক এই গুলির শব্দে আশেপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে গুলির খোসাসহ বিভিন্ন আলামত জব্দ করে। সোমবারও পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা যায়, ভয়ভীতি দেখিয়ে তিন কোটি টাকার কাজ বাগিয়ে নেয়ার জন্য এই গুলিবর্ষণ। নির্বাহী প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম বলেন, ৮টি প্যাকেজে প্রায় ৭ কোটি টাকার সাবমার্সেবল পাম্পসহ নলকূপ ও ওয়াশব্লক নির্মাণের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। এই কাজগুলোতে ১০ ঠিকাদার অংশ নিয়েছেন। এখনও পরিষ্কার নয় কারা এবং কি কারণে এই ঘটনা ঘটিয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত করছে। এখনও অফিসিয়ালি কোন অভিযোগ দাখিল করা হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে। এদিকে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে জানা যায়, ৮টি প্যাকেজের মধ্যে তিন কোটি টাকার একটি প্যাকেজ নিয়ে কাজ পাওয়া এবং না পাওয়ার পক্ষে বিপক্ষে নানারকম প্রভাব বিস্তারের চেষ্টা চলছে। মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার বলেন, এটি আনকাক্সিক্ষত ঘটনা।
×