ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মড়কের অজুহাতে রাবিতে গাছ কেটে সাবাড়

প্রকাশিত: ২১:০৬, ২৯ এপ্রিল ২০২০

মড়কের অজুহাতে রাবিতে গাছ কেটে সাবাড়

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকে নজরকাড়া সারি সারি পামগাছগুলো কেটে ফেলা হয়েছে। করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের মধ্যে গাছগুলো কেটে সাবাড় করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে গাছগুলোতে মড়ক লাগার অজুহাত দেখিয়ে কাটা হয়েছে বলে দাবি রাবি প্রশাসনের। এর আগেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গাছগুলো কাটার উদ্যোগ নিয়েছিল। তবে সে সময় বিপক্ষেও অবস্থান নিয়েছিলেন অনেক শিক্ষক-শিক্ষার্থী। তাদের মনোভাবের কারণে বারবার সিদ্ধান্ত নিয়েও গাছগুলো কেটে ফেলা থেকে পিছু হটে বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প ও সৌন্দর্যবর্ধন কমিটি। তবে এবার করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সুযোগে গাছগুলো কেটে ফেলেছে প্রশাসন। রাবির উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এম কে আজাদ তার ফেসবুকে গাছ কেটে রাখার বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘করোনা তোদেরও বাঁচতে দিল না! আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটের তথা প্রশাসন ভবনের সামনে সারি সারি দাঁড়ানো পাম গাছ গুলি কেটে ফেলা হলো। জানিনা তাদের কী অপরাধ ছিল। নাকি তারা করোনা প্রতিরোধে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল। বহু বছর ধরে কালের সাক্ষী এরা। আর কোন দিন তোদের দেখা হবে নারে! ক্ষমা করিস তোরা!’ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষার্থী শাহনাত মাসুম বাবু লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের মেন গেটের ভেতরে থাকা পামগাছগুলো উজাড় করা শুরু করেছে! বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গাছ কাটা হচ্ছে আর উপাচার্য এটা জানেন না! এটা কি সম্ভব?’ কৃষি প্রকল্প দেখভাল করেন রাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। তিনি বলেন, ‘যারা ক্যাম্পাসে আসা-যাওয়া করেন- সকলে জানেন ওই গাছগুলোর দশা। সড়কের মাঝে ফিস্টেল পাম-ট্রি ছিল। সেগুলোতে অজ্ঞাত কারণে ছত্রাক লেগেছিল। সামাজিক দূরত্ব না মানায় ৪০ জনের অর্থদ- নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৮ এপ্রিল ॥ সামাজিক দূরত্ব এবং কোয়ারেন্টাইন নিশ্চিত করতে প্রতিদিন চলছে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। এর মধ্যে সোমবার রাতে সদর, রায়পুর ও রামগতি উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত ছয়টি অভিযান চালিয়ে বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠানের ৪০ জনের কাছ থেকে ২৬ হাজার ৯০০ টাকা অর্থদ- করেছে।
×