ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রামুতে করোনা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের রিক্সা চালক

প্রকাশিত: ১৩:২৮, ২৮ এপ্রিল ২০২০

রামুতে করোনা আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের রিক্সা চালক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ রামুতে করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি চট্টগ্রামের বাকলিয়া এলাকায় রিক্সা চালাতেন। তার রিক্সায় কত যাত্রী উঠানামা করেছে তার হদিস নেই। কার কাছে করোনা ভাইরাস ছিল, কে বা করোনা আক্রান্ত তাও তিনি জানেন না। রবিবার চট্টগ্রামে নতুন ব্রিজ থেকে শসা বহনকারি একটি পিকআপে করে চকরিয়া পর্যন্ত আসেন। তবে পিকআপে আর কেউ ছিলনা। চকরিয়া থেকে মেক্সিতে করে আসেন ঈদগাহ পর্যন্ত। আর ঈদগাহ থেকে টমটমে করে সরাসরি কাউয়ারখোপের গাছুয়া পাড়াস্থ তার বাড়িতে পৌঁছেন। ঈদগাহ থেকে ভাড়াকরা টমটমে তার জিনিসপত্র ছাড়া অন্য কিছু ছিলনা বলেও তিনি জানান। রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নোবেল কুমার বড়ুয়া জানান, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি (৩৫) বাড়িতে ৩ ভাই, ৩ ভাইয়ের স্ত্রী ও তাদের ৮ সন্তানসহ মোট ১৪ জন সদস্যের আজ মঙ্গলবার নমুনা সংগ্রহ করে কক্সবাজার মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে।
×