ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনায় অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে ইসি

প্রকাশিত: ০০:৩২, ২৮ এপ্রিল ২০২০

করোনায় অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে ইসি

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা পরিস্থিতিতে অনলাইনে জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত সেবা দেবে নির্বাচন কমিশনের (ইসি) এনআইডি অনুবিভাগ। জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) সাইদুল ইসলাম সোমবার এক অনলাইন সংবাদ সম্মেলনে জানান, নির্বাচন কমিশন করোনা পরিস্থিতিতে এনআইডি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইন এনআইডি সেবা চালু করেছে। বন্ধের এই সময়ে এসএমএস, অনলাইন ও অন্যান্য মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। খবর বাসসর। এনআইডি ডিজি জানান, ভোটারদের অনলাইনে ৬ ধরনের সেবা দেয়া হবে। এগুলো হলো- ভোটার হিসেবে নিবন্ধিতদের জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র নম্বর সংগ্রহ, জাতীয় পরিচয়পত্র সংশোধন, হারানো জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন, নতুন ভোটার নিবন্ধন এবং এসএমএস সেবা। এই সুযোগ গ্রহণ করে কোন ভোটার এসএমএস বা ওয়েবসাইটের মাধ্যমে তাদের জাতীয় পরিচয়পত্র নম্বর জেনে নিজেরাই প্রিন্ট করতে পারবেন বলে তিনি জানান। অনলাইনের এই সেবা পেতে ভোটারকে নির্বাচন কমিশনের সাইটে প্রবেশ করতে হবে বলে তিনি উল্লেখ করেন। মোবাইলে এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পেতে হরফভড়ৎসঘড় লিখে ১০৫ নম্বরে পাঠাতে হবে। এক্ষেত্রে নতুন ভোটারদের তালিকাভুক্তির সময় যে স্লিপ নম্বরটি দেয়া হয়, সেটিই ফরম নম্বর হিসেবে বিবেচিত হবে। ফিরতি এসএমএসের মাধ্যমে এনআইডি নম্বর পাঠানো হবে। উদাহরণ : হরফ ঢঢঢঢঢঢঢ ২৪-০৮-১৯৯২ লিখে এসএমএস করতে হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, সর্বশেষ হালনাগাদকৃত ভোটার তালিকায় প্রকাশিত ৬৯ লাখ ৫৮ হাজার ৩৪১ জন নতুন নিবন্ধিত ভোটারের মধ্যে যারা কার্ড পাননি তারা তাদের নিবন্ধন ফরম নম্বর ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন করবেন। পরে বায়োমেট্রিক যাচাই শেষে এনআইডি কপি বা নম্বর পাবেন তারা। তবে দ্বৈত ভোটার হলে এনআইডি কপি বা নম্বর পাওয়া যাবে না। যারা রেজিস্ট্রেশন করেছেন কিন্তু এনআইডি কার্ড পাননি তারা কমিশনের ওয়েবসাইটে ‘অন্যান্য তথ্যের’ ট্যাবে গিয়ে এনআইডি নম্বর লিংকে ফরম নম্বর ও জন্ম তারিখ দিলে এনআইডি নম্বর পাবেন। দেশের ৬৪ জেলার ডাটা এন্ট্রি অপারেটরদের মোবাইল নম্বর অনলাইন পোর্টালে দেয়া আছে। সংশ্লিষ্ট এলাকার আবেদন সংক্রান্ত যে কোন প্রয়োজনে এই মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।
×