ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

লকডাউনে বিদ্যুতের ব্যবহার কমে অর্ধেক

প্রকাশিত: ০০:২৮, ২৮ এপ্রিল ২০২০

লকডাউনে বিদ্যুতের ব্যবহার কমে অর্ধেক

জনকণ্ঠ ডেস্ক ॥ কোভিড-১৯ মহামারীর মধ্যে জনজীবনে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে, তাতে দেশে বিদ্যুতের ব্যবহার নেমে এসেছে স্বাভাবিক সময়ের তুলনায় অর্ধেকে। কলকারখানা বন্ধ থাকায় চাহিদা কমে গেলেও বিভিন্ন স্থানে ঘন ঘন বিদ্যুত বিভ্রাট ঘরবন্দী মানুষের বিরক্তির কারণ হচ্ছে। এমনকি খোদ বিদ্যুত প্রতিমন্ত্রী নসরুল হামিদও কর্মকর্তাদের কাছে প্রশ্ন রেখেছেন, ‘এখন কেন লোডশেডিং হবে?’ খবর বিডিনিউজের। বিতরণ সংস্থাগুলো অবশ্য একে লোডশেডিং বলছে না। তাদের ভাষ্য, কালবৈশাখী ঝড়ে বিভিন্ন স্থানে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। তাতেই মাঝেমধ্যে বিদ্যুত যাচ্ছে। বরং এই পরিস্থিতিতে দেশের বিদ্যুত খাত সামনে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেশে বর্তমানে সচল ১৩৭টি বিদ্যুতকেন্দ্রের উৎপাদন সক্ষমতা প্রায় ২০ হাজার মেগাওয়াট। এর বিপরীতে বছরের এমন সময়ে দিনে ১২ হাজার ৮৯৩ মেগাওয়াট বিদ্যুত ব্যবহারেরও রেকর্ড রয়েছে। তবে গত ২৬ মার্চ থেকে অফিস-আদালত, কল-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিদ্যুতের ব্যবহার ৭ হাজার মেগাওয়াটে নেমে এসেছে বলে বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (পিডিবি) জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক সাইফুল হাসান চৌধুরী জানান।
×