ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে দ্বিগুবাবুর বাজারের কাঁচাবাজার জিমখানা খেলার মাঠে সরিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন

প্রকাশিত: ০০:২৭, ২৮ এপ্রিল ২০২০

নারায়ণগঞ্জে দ্বিগুবাবুর বাজারের কাঁচাবাজার জিমখানা খেলার মাঠে সরিয়ে নিয়েছে সিটি কর্পোরেশন

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ নগরীর প্রধান বাজার দ্বিগুবাবুর থেকে কাঁচাবাজার সরিয়ে জিমখানা মাঠে সরিয়ে নিয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন। সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল আমিন। তিনি বলেন, নগরীর দ্বিগুবাবুর বাজার জায়গা কম থাকার কারণে লোকজন অনেকটা সামাজিক দূরত্ব নিশ্চিত করার চেষ্টা থাকার পরও কাজ হয়নি। মানুষ সচেতন না হওয়ার কারণে মানুষ অনেকটা গাদাগাদি ও একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষে বাজার করছে। এটি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ পেয়েছে। এ কারণে সিটি কর্পোরেশন স্থানীয় প্রশাসনের সঙ্গে আলাপ আলোচনা করে কাঁচাবাজার দ্বিগুবাবুর বাজার থেকে সরিয়ে সিটি কর্পোরেশনের উল্টো দিকে জিমখানা মাঠে সরিয়ে নেয়া হয়েছে। আমাদের দ্বিগুবাজারটি বড় চ্যালেঞ্জ ছিল। তিনি আরও বলেন, পর্যায় ক্রমে সিটি এলাকার অন্যান্য কাঁচাবাজারগুলো খোলা মাঠে সরিয়ে নেয়া যায় কিনা আলাপ আলোচনা চলছে। দ্বিগুবাজার খোলা মাঠে সরিয়ে নেয়া হলেও এখনও লোকজন ঠাসাঠাসি করেই নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করছেন। এখনও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।
×