ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনার প্রকোপ শেষেই বঙ্গবন্ধু গেমসের প্রস্তুতি

প্রকাশিত: ০০:১৬, ২৮ এপ্রিল ২০২০

করোনার প্রকোপ শেষেই বঙ্গবন্ধু গেমসের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার ॥ মহামারী করোনার প্রকোপ শেষ হলেই বঙ্গবন্ধু গেমসের নতুন তারিখ ঠিক করা হবে। প্রধানমন্ত্রীর নির্দেশেই যেভাবে গেমস স্থগিত হয়েছে, তেমনি তার নির্দেশনা মেনেই হবে নতুন দিনক্ষণ। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ অলিম্পিক এ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু। আরেক উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর বলছেন, বাজেটের বেশিরভাগ ব্যয় হয়ে যাওয়ায় অর্থ সঙ্কট কাটাতে করণীয় ঠিক হবে বিওএ’র আগামী সভায়। মুজিববর্ষ উপলক্ষে এবার জাঁকজমকভাবেই আয়োজনের কথা ছিল বঙ্গবন্ধু বাংলাদেশ গেমস-২০২০। আর তাই লোগো উন্মোচনের পরও অপেক্ষায় ছিল চূড়ান্ত আয়োজনের। কিন্তু করোনার থাবায় এলোমেলো হয়েছে সব পরিকল্পনা। জরুরী বৈঠক ডেকে গেমস স্থগিতের ঘোষণা দিতে বাধ্য হন বিওএ’র মহাসচিব সৈয়দ শাহেদ রেজা। এরপর টোকিও অলিম্পিকও পিছিয়ে যাওয়ায় পুরোদমে অচল হয়ে পড়ে বিওএ। ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১২ মার্চ স্থগিত হয় সাত বছর পর হতে যাওয়া বাংলাদেশ গেমসের নবম আসর। কিন্তু এরপর থেকে বিওএ স্থবির হয়ে পড়ায় গেমস কবে হবে, তা নিয়ে তৈরি হয় এক ধোঁয়াশা। গেমস স্থগিতে তৈরি হয়েছে অর্থনৈতিক সমস্যাও। মোট বাজেটের ৫০ থেকে ৬০ ভাগ টাকা ইতোমধ্যেই অনুশীলনের কাজে ব্যয় হয়ে গেছে। এখন নতুন তারিখ ঠিক হলে প্রস্তুতি নিতে হবে নতুনভাবে। তখন তৈরি হবে অর্থ সঙ্কট। পরবর্তী সভায় এ নিয়ে করণীয় বের করতে চায় বিওএ।
×