ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

অসহায়দের অনুদান আশরাফুলের

প্রকাশিত: ০০:১৫, ২৮ এপ্রিল ২০২০

অসহায়দের অনুদান আশরাফুলের

স্পোর্টস রিপোর্টার ॥ করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বাংলাদেশের ক্রিকেটাররা শুরু থেকেই লড়াই চালিয়ে যাচ্ছেন। অসহায় মানুষের পাশেও এসে দাঁড়িয়েছেন তারা সবাই। দেশের প্রথম ক্রিকেট মেগাস্টার মোহাম্মদ আশরাফুলও একটি ফাউন্ডেশন গড়ে তুলছেন। এছাড়াও বিভিন্নভাবে তিনি সাহায্য-সহযোগিতা করে যাচ্ছেন। জাতীয় দলের ক্রিকেটাররা বেশ আগেই তাদের বেতনের অর্ধেক করে দিয়ে একটি তহবিল গড়ে অনুদান হিসেবে দিয়েছেন। প্রথম শ্রেণীর ক্রিকেটাররাও দিয়েছেন অনুদান। সম্প্রতিই এক সঙ্গে ৩ মাসের বেতন পেয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটাররা। সেই চুক্তিতে থাকা আশরাফুল তার ৩ মাসের পুরো বেতনই এবার তিনি অসহায়দের সহায়তায় অনুদান হিসেবে দিয়েছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে ২০১৩ সালের পর আর আসতে পারেননি আশরাফুল। ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়ে দীর্ঘ ৫ বছর আন্তর্জাতিক ক্রিকেটেই ছিলেন নির্বাসিত। আপাতত আর জাতীয় দলে ফিরতে পারবেন সেই সম্ভাবনাও শেষ হয়ে গেছে, তাই কেন্দ্রীয় চুক্তিতেও ফেরার সুযোগ নেই। কিন্তু ২০১৮ সালেই আবার প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ক্রিকেটারের তালিকায় ফিরেছেন তিনি। সম্প্রতিই করোনাভাইরাস সঙ্কটের কথা মাথায় রেখে বিসিবি প্রথম শ্রেণীর চুক্তিবদ্ধ ৯১ ক্রিকেটারকে ৩ মাসের (জানুয়ারি থেকে মার্চ) বেতন একসঙ্গে দিয়েছে।
×