ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে ৩ চিকিৎসক, মানিকগঞ্জে বাবা ও ছেলে করোনায় আক্রান্ত

প্রকাশিত: ২৩:৩৮, ২৮ এপ্রিল ২০২০

নড়াইলে ৩ চিকিৎসক, মানিকগঞ্জে বাবা ও ছেলে করোনায় আক্রান্ত

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনা রোগীর সংখ্যা দিন দিন বাড়ছেই। প্রতিদিন নতুন নতুন রোগী শনাক্ত হচ্ছে। নড়াইলে নতুন করে তিন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সাত চিকিৎসকসহ ১৩ জন করোনা আক্রান্ত হলেন। মানিকগঞ্জে বাবা-ছেলে ও এক নারী চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৬। মুন্সীগঞ্জে নতুন করে ১৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১০ জনই নারী। এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৫ জনে। এ ছাড়া নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আরও দুজনসহ ১৪, ব্রাহ্মণবাড়িয়ায় ভবঘুরেসহ চারজন, কুড়িগ্রামে একই পরিবারের তিনজন, রাজশাহীতে আরও একজন, বরিশালে ৩৬ ও পটুয়াখালীর বাউফলে আরও দুজনসহ আটজন করোনা আক্রান্ত হয়েছে। এদিকে করোনা সংক্রমণ রোধে হবিগঞ্জ সদর হাসপাতাল বন্ধ করে দেয়া হয়েছে। আর কিশোরগঞ্জে করোনা জয় করে সুস্থ হয়েছেন আরিফ আহমেদ জনি নামে এক চিকিৎসক। অন্যদিকে সাতক্ষীরায় এক চিকিৎসকসহ তিনজনকে অন্য জেলায় কর্মস্থলে যাতায়াত বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে স্ব স্ব কর্মস্থলে অবস্থান করার জন্য বলা হয়েছে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে আরও ১১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। চার জেলার ৭৮ জনের নমুনা পরীক্ষা এ রিপোর্ট আসে। ময়মনসিংহের নান্দাইলে ৭২ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট সাতদিন ধরে আটকা রয়েছে। হবিগঞ্জে ৪৪৯ নমুনা পরীক্ষার রিপোর্ট এখনও পাওয়া যায়নি। আর নেত্রকোনায় করোনা পরীক্ষায় হ-য-ব-র-ল বিরাজ করছে। ১০ উপজেলা থেকে গত চারদিনে ৫৬২ নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা হয়েছে মাত্র ছয়টি। এ ছাড়া গাইবান্ধা ও ঝালকাঠিতে হোম কোয়ারেন্টাইনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। রবিবার রাত ও সোমবার এসব তথ্য জানা গেছে। -খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের।
×