ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ফেসবুকে ভুয়া পেজ ॥ সতর্ক করল আওয়ামী লীগ

প্রকাশিত: ২৩:৩৫, ২৮ এপ্রিল ২০২০

ফেসবুকে ভুয়া পেজ ॥ সতর্ক করল আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আওয়ামী লীগের নামে ভুয়া পেজ খুলে সেখান থেকে বিভিন্ন ধরনের গুজব ও মিথ্যা-বানোয়াট এবং বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে বলে সতর্ক করা হয়েছে। একইসঙ্গে বাংলাদেশ আওয়ামী লীগের নামে থাকা এসব পেজ পরিচালক-এ্যাডমিনদেরকে পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ জানিয়েছে দলটি। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছে আওয়ামী লীগ। সোমবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘আমরা গত কিছু দিন ধরেই অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি- বাংলাদেশ আওয়ামী লীগ-এর নামে কিছু ‘ফেক ফেসবুক এ্যাকাউন্ট/পেজ’ পরিচালিত হচ্ছে এবং সেই পেজগুলো থেকে নানারকম গুজব এবং মিথ্যা-বানোয়াট ও বিভ্রান্তিমূলক তথ্য/সংবাদ প্রচার করা হচ্ছে। সকলের অবগতির জন্য জানাচ্ছি- সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের নিজস্ব ফেসবুক, টুইটার এবং ইউটিউব-এ অফিসিয়াল পেজ ও চ্যানেল রয়েছে। এগুলো হলো- ফেসবুক (https:/ww/w.facebook.com/awamileague.1949//) টুইটার: (https:// twitter.com/albd1971), ইউটিউব: (https:ww/w.youtube.com/user/myalbd)। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন বিভাগের কয়েকটি ফেসবুক পেজ রয়েছে। এগুলো হলো: বাংলাদেশ আওয়ামী লীগের ডাটাবেজ টিম থেকে পরিচালিত https:/ww/w.facebook.com/awamileague/(albd.org), দফতর বিভাগ থেকে পরিচালিত https:/ww/w.facebook.com/Bangladesh-অধিসর-খবধমঁব-ঙভভরপব-ঈবষষ, তথ্য ও গবেষণা বিভাগ থেকে পরিচালিত https:/ww/w.facebook.com/iralbd (ইধহমষধফবংয অধিসর খবধমঁব Information & Research Division), বন ও পরিবেশ উপ-কমিটি থেকে পরিচালিত https:/ww/w.facebook.com/ বন ও পরিবেশ উপ-কমিটি, বাংলাদেশ আওয়ামী লীগ। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এস পেজ ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের নামে থাকা অন্যান্য পেজগুলোর পরিচালক-এ্যাডমিনদেরকে আমরা পেজগুলোকে অবিলম্বে বন্ধ করতে অনুরোধ করছি। অন্যথায় আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য হব।
×