ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দেশের আড়াই কোটি পরিবার টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা পাচ্ছেন

প্রকাশিত: ২৩:১১, ২৭ এপ্রিল ২০২০

দেশের আড়াই কোটি পরিবার টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা পাচ্ছেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ রমজান মাসে দেশের আড়াই কোটি পরিবার টিসিবির কম মূল্যের পণ্য পাচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আড়াই কোটি পরিবার সরকারী বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য সেবা পাচ্ছেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত মজুদ রয়েছে। মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। কারসাজি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পবিত্র রমজান মাসের জন্য সরকারী ও বেসরকারী পর্যায়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ আগে থেকে বাড়ানো হয়েছে। দেশীয় উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের চাহিদার তুলনার অধিকপণ্য উৎপাদন করেছে। আমদানিযোগ্য পণ্য অনেক আগে পর্যাপ্ত পরিমাণে আমদানি করা হয়েছে। চলমান পরিস্থিতিতে সুষ্ঠু পণ্য পরিবহন এবং আমদানিকৃত পণ্য দ্রুত খালাসের বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি বলেন, কোন পণ্যেরই সঙ্কট নেই এবং মূল্যবৃদ্ধির আশঙ্কা বা কারণ নেই। সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্বশীল হয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে। সকল পণ্যের সরবরাহ ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে গঠিত টাস্কফোর্স এবং বিভিন্ন কমিটিকে আরও তৎপর হয়ে কাজ করতে হবে। বাণিজ্য মন্ত্রণালয় তথা সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেবে।
×