ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশুখাদ্য বিতরণ

প্রকাশিত: ২২:৫১, ২৮ এপ্রিল ২০২০

শিশুখাদ্য বিতরণ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের একের পর এক ব্যতিক্রমধর্মী উদ্যোগে করোনা দুর্যোগের মাঝে অসহায় মানুষের বাসা-বাড়িতে খাদ্যসামগ্রীর পাশাপাশি এবার শিশুখাদ্য পৌঁছে দেয়া হচ্ছে। সোমবার সকালে যুব সংগঠন ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর উপহার শিশুখাদ্যসামগ্রী নগরীর ১ ও ২নং ওয়ার্ডের নি¤œ-মধ্যবিত্ত ২৫টি পরিবারের মাঝে পৌঁছে দেয়া হয়েছে। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা ও ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের প্রধান সমন্বয়কারী শাকিলা ইসলাম। আদা ব্যবসায়ীর জরিমানা সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৭ এপ্রিল ॥ ফরিদপুরের বোয়ালমারী পৌরবাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য খুচরা ও পাইকারি বাজারে আদার দাম বেশি রাখার অভিযোগে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ। সকাল ১০টা থেকে পৌরবাজারে দুপুর ১টা পর্যন্ত এ অভিযান চালান সাব্বির আহমেদ। আদালত সূত্রে জানা যায়, পৌরবাজারের আদা ব্যবসায়ী হাসান মিয়াকে ৫ হাজার, লিয়াকত হোসেনকে ২ হাজার ও সাধনা স্টোরের মালিক শিব অধিকারীকে ১ হাজার, মোটা ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সকল আদা ব্যবসায়ীকে বলা হয় ১৫০ টাকার বেশি আদা বিক্রি করলে তাকে আইনের আওতায় আনা হবে।
×