ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশিত: ২২:৪০, ২৮ এপ্রিল ২০২০

তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ পুরান ঢাকার শ্যামবাজারে কারসাজির মাধ্যমে বেশি দামে আদা বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফরের মোবাইল টিম। অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মণ্ডল। তিনি জানান, সোমবার পুরান ঢাকার শ্যামবাজারের পেঁয়াজ, আদা, রসুনের পাইকারি আড়তে তদারকি করা হয়। এ সময় আদার মূল্য কারসাজির মাধ্যমে প্রতারণা করার অপরাধে পদ্মা বাণিজ্যালয়কে ১০ হাজার টাকা, অজয় ট্রেডার্সকে ২০ হাজার টাকা এবং মিতু বাণিজ্যালয়কে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। কোন কারণ ছাড়াই প্রায় দুই সপ্তাহ ধরে আদার দাম উর্ধমুখী। সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসেবে, সোমবার খুচরা বাজারে প্রতি কেজি আদা বিক্রি হয় ৩০০ থেকে ৩৫০ টাকায়। অথচ এক কেজি আদার আমদানি মূল্য ১০০ টাকার বেশি নয়।
×