ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বিশেষজ্ঞ হেলথ লাইনে ২০ হাজার রোগীর চিকিৎসা প্রদান

প্রকাশিত: ২২:৩৯, ২৮ এপ্রিল ২০২০

বিশেষজ্ঞ হেলথ লাইনে ২০ হাজার রোগীর চিকিৎসা প্রদান

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’র মাধ্যমে মোট তিনটি স্তরে ২০ হাজারের অধিক রোগীকে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। এছাড়া প্রতিদিন তিনটি সেশনে বেসরকারী টিভি চ্যানেল একাত্তর টিভি এবং আর টিভির মাধ্যমে এ পর্যন্ত অর্ধশতাধিক সেশনে বিএসএমএমইউ অধ্যাপক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সরাসরি উপস্থিত থেকে রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসাসেবা প্রদান করেছেন। সেশনগুলো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হওয়ায় তা প্রত্যক্ষ করে সংশ্লিষ্ট অন্যান্য রোগীরাও সমানভাবে উপকৃত হয়েছেন। গত ৫ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ৫ তলায় অবস্থিত ডিজিটাল লাইব্রেরিতে করোনা ও অন্যান্য সকল রোগে আক্রান্ত দেশের সকল রোগীর জন্য বিশেষজ্ঞ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সময় উপযোগী সেবা কার্যক্রম টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ এর শুভ উদ্বোধন করেন। রোগীরা সকাল ৮টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়াল করে ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকের এই পরামর্শ সেবাটি নিচ্ছেন। সিনেসিস্ট-এর কারিগরি সহায়তায় এবং একসেস টু ইনফরমেশন-এটুআই’র সহযোগিতায় চালু করা এই বিশেষজ্ঞ সেবা পরবর্তীতে দেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের মাধ্যমে আরও সম্প্রসারিত করা হবে। প্রকৃতপক্ষে, কোভিড-১৯ মহামারীর কারণে সৃষ্ট পরিস্থিতিতে সারাদেশের মানুষের কাছে চিকিৎসাবিষয়ক বিশেষজ্ঞ পরামর্শ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র ‘বিশেষজ্ঞ হেলথ লাইন’ চালু করা হয়েছে।-বিজ্ঞপ্তি
×