ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনার হটস্পট না’গঞ্জে ৮৬ কারখানা চালু

প্রকাশিত: ০০:১৪, ২৭ এপ্রিল ২০২০

করোনার হটস্পট না’গঞ্জে ৮৬ কারখানা চালু

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ করোনার হটস্পট ও সংক্রমিত জেলা হিসেবে চিহ্নিত নারায়ণগঞ্জে রবিবার থেকে গার্মেন্টস, নিটিং ও সিমেন্ট ফ্যাক্টরিসহ প্রায় ৮৬ কারখানা সীমিত পরিসরে চালু হয়েছে। এর মধ্যে সিদ্ধিরগঞ্জের আদমজীর ইপিজেডের ১৭ ও ফতুল্লার বিসিকের ১২ কারখানাও রয়েছে। রবিবার রাত ৯টায় বিষয়টি নিশ্চিত করে শিল্পাঞ্চল পুলিশ-৪, নারায়ণগঞ্জ জোনের ভারপ্রাপ্ত পুলিশ সুপার সৈকত শাহীন বলেন, সীমিত পরিসরে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্য সুরক্ষা মেনেই এসব কারখানা চালু করা হয়েছে।
×