ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাহরাইন থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশী

প্রকাশিত: ০০:০৪, ২৭ এপ্রিল ২০২০

বাহরাইন থেকে ফিরলেন শতাধিক বাংলাদেশী

জনকণ্ঠ ডেস্ক ॥ করোনাভাইরাসের মহামারীর মধ্যে বাহরাইনে আটকেপড়া শতাধিক বাংলাদেশীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক এএইচএম তৌহিদ উল আহসান জানান, রবিবার বিকেলে গালফ এয়ারের একটি বিশেষ ফ্লাইটে ১৩৮ জন বাংলাদেশী বাহরাইন থেকে দেশে পৌঁছেন। ভারত, থাইল্যান্ড, সৌদি আরব, সিঙ্গাপুর, তুরস্ক ও মালদ্বীপে আটকেপড়া কয়েক শ’ বাংলাদেশী এর আগে দেশে ফিরে এসেছেন। এখন যারা দেশে ফিরছেন, সংক্রমণ এড়াতে তাদের সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। খবর বিডিনিউজের। করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে চীন ছাড়া প্রায় সব দেশের সঙ্গেই আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রেখেছে বাংলাদেশ। তবে বিদেশী নাগরিকরা বাংলাদেশ ত্যাগ করতে চাইলে তাদের ভাড়ায় বিশেষ ফ্লাইট ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে। বিদেশে আটকেপড়া বাংলাদেশীদেরও একইভাবে ফেরানো হচ্ছে।
×