ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হলি ফ্যামিলি হাসপাতালও কোভিড-১৯ রোগীদের জন্য

প্রকাশিত: ২৩:৫৮, ২৭ এপ্রিল ২০২০

হলি ফ্যামিলি হাসপাতালও কোভিড-১৯ রোগীদের জন্য

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকার মধ্যে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্ধারণ করেছে সরকার। স্বাস্থ্যসেবা বিভাগের উপ-সচিব মোঃ আবু রায়হান মিঞার স্বাক্ষরে পাঠানো এক চিঠিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। খবর বিডিনিউজের। শনিবারের ওই চিঠিতে আরও বলা হয়, হলি ফ্যামিলি হাসপাতালের সঙ্গে একটি দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে হাসপাতালটি শুধু কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবার জন্য পরিচালিত হবে। এই হাসপাতালে কোভিড-১৯ রোগীর চিকিৎসার জন্য পরিচালনা ব্যয় নির্ধারণ করে রোগীর চিকিৎসার ব্যয় বাবদ খরচ সরকার থেকে বহন করা হবে বলেও চিঠিতে বলা হয়। করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসার জন্য রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, উত্তরার কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল, মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতাল, ফুলবাড়িয়া এলাকার রেলওয়ে হাসপাতাল, নয়াবাজারের মহানগর জেনারেল হাসপাতাল এবং মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল নির্দিষ্ট করা হয়েছে।
×