ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সুবিধাজনক স্থানে কাঁচাবাজার স্থানান্তরের নির্দেশ

প্রকাশিত: ২২:১৬, ২৭ এপ্রিল ২০২০

 সুবিধাজনক স্থানে  কাঁচাবাজার  স্থানান্তরের  নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ মূল হাট ও বাজারের চৌহদ্দি (পেরিফেরি) থেকে কাঁচাবাজার, মাছ বাজার ও শাক-সবজির বাজার নিকটবর্তী সরকারী খাসজমি বা অন্য কোন সুবিধাজনক স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছে ভূমি মন্ত্রণালয়। রবিবার ভূমি মন্ত্রণালয় থেকে এসব নির্দেশনা দিয়ে দেশের সব জেলায় এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, স্থানান্তরিত হাট-বাজারের ক্রেতা-বিক্রেতার সামাজিক দূরত্ব নিশ্চিতকরণের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটি, স্থানীয় স্বাস্থ্য বিভাগ এবং সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সহায়তা গ্রহণ করতে হবে। করোনাভাইরাসের কারণে হাট-বাজারে ব্যাপক জনসমাবেশ বা উপস্থিতি সামাজিক দূরত্ব বজায় থাকার পরিপন্থী। ফলে সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে সরকারী নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে, বিশেষ করে কাঁচাবাজার, মাছ বাজার, শাক-সবজির বাজার মূল বাজারের চৌহদ্দি থেকে নিকটবর্তী সুবিধাজনক স্থানে সরিয়ে নেয়ার প্রয়োজন হওয়ায় ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটোয়ারীর নির্দেশে এ ব্যবস্থা গ্রহণ করে ভূমি মন্ত্রণালয়।
×