ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাজেদের প্রতারণার তদন্ত করতে কলকাতায় যাবে গোয়েন্দা সংস্থা

প্রকাশিত: ২২:০১, ২৭ এপ্রিল ২০২০

 মাজেদের প্রতারণার  তদন্ত করতে  কলকাতায় যাবে  গোয়েন্দা সংস্থা

শংকর কুমার দে ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনী ফাঁসিতে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের প্রতারণার শিকার কলকাতার দ্বিতীয় স্ত্রী জরিনা বেগম তার ছয় বছরের কন্যা সন্তান হুমায়রা, কলকাতার পুলিশ, পরিচিত এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধান করার জন্য খুব শীঘ্রই কলকাতায় যেতে পারে ঢাকার গোয়েন্দা সংস্থা। প্রতারণা করে লোভের ফাঁদে ফেলে কলকাতায় লুকিয়ে থেকে দ্বিতীয় বিয়ে করে গ্রেফতার হয়ে আরেক খুনী রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনের গোপন আস্তানার খবরও ফাঁস করে দিয়েছে খুনী মাজেদ। খুনী মাজেদের দেয়া জবানবন্দী অনুযায়ী এখন গোয়েন্দা জালে আটকা পড়ে আছে আরেক খুনী রিসালদার (বরখাস্ত) মোসলেম উদ্দিন। খুনী মাজেদের দ্বিতীয় স্ত্রী জরিনা, ছয় বছরের মেয়ে হুমায়রা, পার্কস্ট্রিট এলাকার বাসিন্দা, কলকাতার পুলিশসহ সম্ভাব্য সব বিষয়ে জিজ্ঞাসাবাদ, অনুসন্ধান করলে গোয়েন্দা জালে আটকা পড়া খুনী রিসালদার (বরখাস্ত) মোসলেম উদ্দিনের বিষয়ে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর তথ্য উপাত্ত বের হয়ে আসতে পারে বলে গোয়েন্দা সংস্থার দাবি। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে চাকরির জন্য ধর্ণা দিচ্ছেন খুনী মাজেদের পাগলপ্রায় দ্বিতীয় জরিনা বেগম। আর অঝোরে কেঁদেই চলেছে ছয় বছরের অবুজ শিশু হুমায়ারা। বাংলাদেশে ফাঁসিকাষ্ট থেকে বাঁচার জন্য কলকাতায় লুকিয়ে প্রতারণার মাধ্যমে লোভের ফাঁদে ফেলে দ্বিতীয় বিয়ে করে ঘর সংসার পেতেছিলেন খুনী মাজেদ। খুনী মাজেদ শুধু দ্বিতীয় স্ত্রী আর ছয় বছরের সন্তানকেই ফাঁসিয়েছেন তা নয়, ফাঁসিকাষ্টে ঝোলার আগে গ্রেফতারের হয়ে অপর খুনী রিসালদার (বরখাস্ত) মোসলেমউদ্দিনের আস্তানার খবর ফাঁস করে দিয়ে তাকেও গ্রেফতার করিয়ে দিয়েছে বলে গোয়েন্দা সংস্থার দাবি। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে।
×