ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মিরপুরে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে যুবক আটক

প্রকাশিত: ২১:০২, ২৭ এপ্রিল ২০২০

 মিরপুরে নবজাতকের  মরদেহ ফেলতে  গিয়ে যুবক  আটক

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মিরপুর এলাকায় পলিথিনে মুড়ে নবজাতকের মরদেহ ফেলতে গিয়ে রমজান নামের এক যুবককে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় রবিবার মিরপুর-১০ নম্বর সেকশনের বুশরা ক্লিনিকের মালিক, ম্যানজার ও নার্সসহ কয়েকজনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, শনিবার বিকেলে জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে কেউ একজন বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পলিথিনে মোড়ানো এক নবজাতকের মরদেহসহ রমজান নামের ওই যুবককে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রমজান পুলিশকে জানায়, মিরপুর-১০ নম্বরের বুশরা ক্লিনিকে এক বছর আগে কাজ নেয়। শনিবার দুপুরে ক্লিনিকের ম্যানেজার মামুন ফোন করে তাকে ডেকে নবজাতকটি ফেলে দিতে বলেন। এই কাজের জন্য ৩০০ টাকা দেয়ার চুক্তিও করেন ম্যানেজার। মিরপুর থানার এস আই শিপন জানান, এ ঘটনায় ক্লিনিকের মালিক জয়নাল, নার্স লিপি, ম্যানেজার মামুন ও আটক রমজানের বিরুদ্ধে মামলা হয়েছে। ইতোমধ্যেই রমজানকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাদের গ্রেফতারের পর নবজাতকের বিষয়ে বিস্তারিত জানা যাবে।
×