ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মির্জাপুরে ১০ টাকা কেজির চাল ও টিসিবিপণ্যসহ ডিলার গ্রেফতার

প্রকাশিত: ১৯:১৩, ২৭ এপ্রিল ২০২০

 মির্জাপুরে ১০ টাকা কেজির  চাল ও টিসিবিপণ্যসহ  ডিলার গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৬ এপ্রিল ॥ মির্জাপুরে ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচীর তিন টন চাল ও বিপুল পরিমাণ টিসিবির পণ্যসহ র‌্যাবের হাতে আটক হয়েছে আবুল বাসার নামে এক ডিলার। আটককৃত ডিলার আবুল বাসারকে ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। আবুল বাসারের বাড়ি পাকুল্যা গ্রামে। সে জামুর্কী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেকসহ সভাপতি। জানা গেছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার পর ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাব-১২ কোম্পানি কমান্ডার মেজর নাঈমের নেতৃত্বে উপজেলার পাকুল্যা বাজারে ডিলারের গোদামের পেছনে অপর একটি গোদাম থেকে মালামালসহ বাসারকে আটক করা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবদুল মালেক, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুল ইসলাম ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাব্বির আহমেদ। ভ্রাম্যমাণ আদালতের বিচারক র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর নাঈম জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মির্জাপুর উপজেলার ১০ টাকা কেজি দরের খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার ও টাঙ্গাইল সদরের টিসিবির ডিলার আবুল বাসার খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমাণ চাল ও টিসিবির পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি না করেও বিক্রি দেখিয়ে গোদামে স্টক করে রেখেছেন। পরে সন্ধ্যায় অভিযান চালিয়ে পাকুল্যা বাজারে তার গোদামের পেছনে অপর একটি গোদাম থেকে ২ হাজার ৬শ’ ৩০ কেজি অবিক্রীত চাল ও টিসিবির বিপুল পরিমাণ তেল, চিনি, বুট খেজুর উদ্ধার করে র‌্যাব টাঙ্গাইল ১২। এ অপরাধে তাৎক্ষণিক তাকে ১ লাখ টাকা জরিমানা ও তার ডিলারশিপ বাতিল করা হয়। এছাড়া মির্জাপুর থানার পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মির্জাপুর থানায় নিয়মিত একটি মামলা দায়ের করে। মির্জাপুর থানার ওসি মোঃ সায়েদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ডিলারকে আটকের পর পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে নিয়মিত মামলা করেছে। গ্রেফতারকৃত ডিলার আবুল বাসারকে রবিবার টাঙ্গাইল জেলহাজতে প্রেরণ করা হবে বলে তিনি জানান। সিলেটে ট্রাকসহ ৫শ’ বস্তা চাল স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, ১০ টাকা কেজির খাদ্যবন্ধব কর্মসূচীর চাল অন্যত্র বিক্রির চেষ্টাকালে আটক করা হয়েছে। এ ঘটনায় ট্রাক ভর্তি ৫শ’ বস্তা চালসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার সকালে জকিগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজারের হোসেন এ্যান্ড সন্সের সামনে চাল নামানোর সময় বাজারের ক্রেতা-বিক্রেতা ও উপস্থিত জনতা ট্রাকভর্তি চাল আটক করেন। এই চাল কালীগঞ্জের দুইজন ব্যবসায়ীর বলে উল্লেখ করলেও তাৎক্ষণিক ট্রাক চালক চালের কাগজপত্র দেখাতে পারেননি। সিলেটের পুলিশ সুপার মোঃ ফরিদ উদ্দিন জানান, চালের ডিলার নির্দিষ্ট জায়গায় চাল না নিয়ে অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে এলাকাবাসী চালভর্তি ট্রাক আটক করেন। পরে এলাকাবাসী পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে এসে চাল আটক করে এবং এ ঘটনার সত্যতা পান। জানা যায়, অন্যত্র চাল নামানোর ঘটনায় জানাজানি হলে জনতা উত্তেজিত হয়ে চালের গাড়িতে লুটপাট শুরু করে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, এএসপি সার্কেল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। শরীয়তপুর ৫৩ বস্তা চাল নিজস্ব সংবাদদাতা শরীয়তপুর থেকে জানান, গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নের মেম্বার মোফাজ্জেল বেপারিকে মৎস্যজীবীদের মধ্যে বিতরণের ৫৩ বস্তা চালসহ আটক করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই ইউনিয়নের চেয়াম্যান নাসির উদ্দিন স্বপন এলাকায় গা ঢাকা দিয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রবিবার বেলা সাড়ে ১১টায় গোসাইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসাইনের নেতৃত্বে গোসাইরহাট থানা পুলিশ অভিযান চালিয়ে কুচাইপট্টি ইউনিয়ন পরিষদ থেকে এসব চাল জব্দ করেন। সেখান থেকে ইউপি সদস্য মোফাজ্জেল বেপারিকে আটক করেছে পুলিশ। সে উক্ত ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার এবং গোসাইরহাট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক। গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা সোহেব আলী জানান, অনিয়ম থাকায় ৫৩ বস্তা চালসহ কুচাইপট্টি ইউনিয়নরে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
×