ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ

প্রকাশিত: ১৯:১২, ২৬ এপ্রিল ২০২০

রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীদের থালা হাতে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা ॥ করোনা পরিস্থিতির কারণে চলমান লকডাউন উপেক্ষা করে ৪ মাসের বকেয়া বেতন-ভাতার দাবিতে আজ রবিবার সকাল ১১টায় থালা হাতে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে গাইবান্ধার কৃষিভিত্তিক ভারীশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলের শ্রমিক-কর্মচারীরা। রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে রংপুর চিনিকলের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালনকালে অর্ধ সহস্রাধিক শ্রমিক-কর্মচারীর সাথে আখচাষীরাও অংশ গ্রহণ করেন। অবস্থান ধর্মঘট চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আবু সুফিয়ান সুজা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সহ-সম্পাদক ফারুক হোসেন ফটু, শ্রমিক নেতা শাহজাহান আলী, আখচাষী সমিতির নেতা জিন্নাত আলী প্রধান, আব্দুর রশিদ ধলু, শামসুল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, ত্রাণ বা সাহায্য নয়, নিম্ন-দরিদ্র শ্রমিক-কর্মচারীদের মাথার ঘাম পায়ে ফেলে অর্জিত শ্রমের মূল্য অবিলম্বে পরিশোধ করার দাবি জানান। সেইসাথে দ্রুত ন্যায্য পাওনা বেতনভাতা পরিশোধের ব্যবস্থা না করা হলে আগামীতে কঠোর কর্মসূচি পালন করা হবে। উল্লেখ্য, গত জানুয়ারি মাস থেকে রংপুর চিনিকলের প্রায় এক হাজার শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তার বেতন প্রায় চার কোটি টাকা ও চার হাজার আখচাষীর সরবরাহ করা আখের মূল্য বাবদ তিন কোটি ৯০ লাখ টাকা ৪ মাসেও প্রদান না করায় তারা মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
×