ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নেত্রকোনায় করোনা শনাক্তকরণ ল্যাব দাবি

প্রকাশিত: ১৯:০৯, ২৭ এপ্রিল ২০২০

 নেত্রকোনায় করোনা শনাক্তকরণ ল্যাব দাবি

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে পর্যাপ্ত সক্ষমতার অভাবে তিন দিন ধরে নেত্রকোনার করোনা উপসর্গে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষা করা হচ্ছে না। এ কারণে জেলায় করোনায় আক্রান্ত রোগী শনাক্তকরণে সমস্যা দেখা দিয়েছে। দ্রুত করোনা রোগী শনাক্ত করতে নেত্রকোনায় একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। জানা গেছে, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের ল্যাবে স্থাপিত পিসিআর মেশিনে ময়মনসিংহ বিভাগের চার জেলা (ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর) এবং সুনামগঞ্জের নমুনা পরীক্ষা করা হয়। এ মেশিনের সাহায্যে প্রতিদিন দুইবারে গড়ে ১শ’ ৮৮টি নমুনা পরীক্ষা করা যায়। কিন্তু পাঁচ জেলা থেকে প্রতিদিন নমুনা সংগ্রহ করা হচ্ছে আরও অনেক বেশি। এ কারণে প্রতিদিনের সংগৃহীত নমুনা প্রতিদিন পরীক্ষা করা সম্ভব হচ্ছে না। কোন কোন জেলার নমুনা পরীক্ষা তিন দিনেও একবার হচ্ছে না। গত বুধবার নেত্রকোনার অল্পকিছু নমুনা পরীক্ষা করা হয়। বৃহস্পতিবার থেকে শনিবার বিকেল পর্যন্ত নেত্রকোনার বিশেষ প্রয়োজনীয় দু-একটি ছাড়া আর কোন নমুনাই পরীক্ষা করা হয়নি। বিষয়ের সত্যতা স্বীকার করেছেন ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডাঃ সালমা আহমাদ। তিনি বলেন, এরই মধ্যে আমাদের ল্যাবে ৭শ’র বেশি নমুনা জমা হয়ে আছে। কিন্তু আমরা দিনে দুইবারে ১শ’ ৮৮টির বেশি নমুনা পরীক্ষা করতে পারছি না। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানান তিনি। এদিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটি পিসিআর মেশিন দিয়ে পৃথক আরেকটি ল্যাব চালু করার কথা থাকলেও সেটি এখনও চালু করা যায়নি। নেত্রকোনার সিভিল সার্জন ডাঃ তাজুল ইসলাম খান বলেন, আমরা প্রতিদিন জেলার ১০ উপজেলা থেকে শতাধিক নমুনা সংগ্রহ করে পাঠাচ্ছি।
×