ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউএসটিসির ৩৪ জনকে চাকরিচ্যুতির প্রতিবাদ

প্রকাশিত: ১৯:০৭, ২৭ এপ্রিল ২০২০

 ইউএসটিসির ৩৪  জনকে চাকরিচ্যুতির প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রামে ইউএসটিসির (ইউনির্ভাসিটি অব সায়েন্স এ্যান্ড টেকনোলজি, চিটাগং) ১৯ নার্সসহ ৩১ জনকে চাকরিচ্যুতির প্রতিবাদে আন্দোলনে নেমেছে প্রতিষ্ঠানটির কর্মচারীরা। রবিবার সকাল থেকে তারা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। এ সময় তারা কর্তৃপক্ষের স্বেচ্ছাচারিতা এবং নানা অনিয়ম দুর্নীতির বিরুদ্ধেও স্লোগান দেয়। ইউএসটিসিতে কর্মচারীদের আন্দোলন সংগ্রাম এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন ইস্যুতে কর্মচারীরা আন্দোলনে নেমেছিল। এবারের কর্মসূচী ১৯ নার্সসহ ৩৪ জনকে চাকরিচ্যুতির প্রতিবাদে। গত ৮ এপ্রিল এক নোটিসে তাদের চাকরিচ্যুত করা হয়। নোটিস বোর্ডে এ বিজ্ঞপ্তি দেখার পর ক্ষুব্ধ হয় চাকরিচ্যুত কর্মচারীরা। ৩৪ জনের মধ্যে বাকি ১৫ জন হলো আয়া ও পরিচ্ছন্ন কর্মী। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা দেখিয়ে ১৯ নার্সকে চাকরিচ্যুতির কথা বলা হলেও ১৫ জন আয়া এবং পরিচ্ছন্ন কর্মীর চাকরিচ্যুতির ব্যাপারে কর্তৃপক্ষের কোন বক্তব্য এখনও জানা যায়নি।
×