ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খুলনায় সবজির ন্যায্যমূল্য নিশ্চিতে ব্যতিক্রমী উদ্যোগ

প্রকাশিত: ১৯:০৫, ২৭ এপ্রিল ২০২০

 খুলনায় সবজির  ন্যায্যমূল্য নিশ্চিতে  ব্যতিক্রমী  উদ্যোগ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন এলাকা লকডাউন ও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকায় খুলনার চাষীরা তাদের উৎপাদিত সবজি বাজারজাত করতে পারছেন না। এটা জানার পর খুলনা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হেলাল হোসেন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। কৃষকেরা যাতে সবজির ন্যায্যমূল্য পায় সে জন্য তিনি অসহায় ও কর্মহীন পরিবারে খাদ্য সহায়তায় চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ ইত্যাদি প্রদানের পাশাপাশি সবজি দেয়ার ব্যবস্থা করেছেন। আসন্ন রমজান মাস জুড়ে বিভিন্ন খাদ্যসামগ্রীর সঙ্গে সবজি প্রদান অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। খুলনা জেলায় যে পরিমাণ সবজি উৎপাদন হয় তার সিংহভাগ ডুমুরিয়া উপজেলায় হয়ে থাকে। এ জন্য এই উপজেলাটি সবজির ভাণ্ডার হিসেবে খ্যাত। এখানকার উৎপাদিত সবজি রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় বিক্রি হয়। কিন্তু বর্তমানে করোনাভাইরাসের সংক্রমণ হওয়ায় যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। ফলে এখানকার কৃষকেরা তাদের উৎপাদিত বিপুল পরিমাণ নানা রকম সবজি নিয়ে বিপাকে পড়েন। এ অবস্থায় কৃষকদের পচনশীল পণ্য সবজি যাতে বিক্রি হয় এবং তারা যাতে ন্যায্যমূল্য পান সে ব্যপারে জেলা প্রশাসন পদক্ষেপ গ্রহণ করে। ডুমুরিয়া উপজেলার কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্য দিয়ে সবজি ক্রয় করছে জেলা প্রশাসন। এতে কৃষকরা লাভবান হচ্ছেন। ঝামেলামুক্ত ও ন্যায্যমূল্যে সবজি বিক্রি করতে পেরে চাষীরাও খুশি।
×