ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দশ শয্যার আইসিইউ বেড সংযোজন

প্রকাশিত: ১৯:০৩, ২৭ এপ্রিল ২০২০

 চট্টগ্রাম জেনারেল  হাসপাতালে দশ  শয্যার আইসিইউ  বেড সংযোজন

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে সংযোজিত হয়েছে ১০ শয্যার আইসিইউ সুবিধা। রবিবার হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি বলেন, স্বাস্থ্য সেবার মতো মৌলিক অধিকার নিশ্চিত করতে সরকার সদা সচেষ্ট। দল মত নির্বিশেষে সকলের উচিত এ ব্যাপারে সরকারকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা। চসিক মেয়র বলেন, করোনা সংক্রমণ নিশ্চিত হলে জেনারেল হাসপাতালের এই ইউনিট থেকে সর্বাঙ্গীন চিকিৎসা সেবা পাওয়া যাবে। তিনি বলেন, আমাদের মনে রাখতে হবে এটি শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় কিংবা স্বাস্থ্য অধিদফতরের সমস্যা নয়, এটি একটি সর্বজনীন সমস্যা। এখানে সকল মানুষের দায়িত্ব রয়েছে। সরকার ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। আমাদের প্রয়োজন দল মত নির্বিশেষে সরকারকে সহযোগিতা করা। মেয়র বলেন, এই মুহূর্তে মানুষের জীবন বাঁচানোটাই মুখ্য। আসুন স্বাস্থ্য বিধি মেনে চলি, সামাজিক দূরত্ব বজায় রাখি, নিজে বাঁচি, প্রতিবেশীকে বাঁচাই এবং দেশের জনমানবকে বাঁচাই। পরিদর্শনকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ অসিম কুমার নাথ, বিএমএ চট্টগ্রাম সাধারণ সম্পাদক ডাঃ ফয়সল ইকবাল চৌধুরী, সিনিয়র মেডিক্যাল কনসালটেন্ট ডাঃ আবদুর রউফ, কনসালটেন্ট রাজদ্বীপ বিশ্বাস, ডাঃ আবুল হোসেন, ডাঃ সমীর কুমার নাথ উপস্থিত ছিলেন।
×