ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে করোনা শনাক্তের পিসিআর মেশিন উদ্বোধন

প্রকাশিত: ১৮:৫৯, ২৭ এপ্রিল ২০২০

 দিনাজপুরে করোনা  শনাক্তের পিসিআর  মেশিন উদ্বোধন

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজে রবিবার দুপুরে করোনাভাইরাস শনাক্তের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এই আরটিপিসিআর ল্যাব স্থাপন করায় প্রতিদিন ৯৪টি করোনা নমুনা পরীক্ষা করা যাবে। অনুষ্ঠানে হুইপ ইকবালুর রহিম এমপি সাংবাদিকদের বলেন, এই পিসিআর ল্যাবের মাধ্যমে বৃহত্তর দিনাজপুর জেলা তথা ঠাকুরগাঁও, পঞ্চগড় ও নীলফামারী জেলার করোনা আক্রান্তদের নমুনা দ্রুত পরীক্ষা করা যাবে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এইপিসিআর মেশিন বসানোর কারণে দিনাজপুরসহ ৪টি জেলার মানুষ সুবিধা পাবে। অনুষ্ঠানে দিনাজপুর সিভিল সার্জন আব্দুল কুদ্দুস বলেন, ইতিপুর্বে রংপুর মেডিক্যাল কলেজে নমুনা পরীক্ষার জন্য পাঠানো হতো। এ পর্যন্ত ৪১২টি নমুনা পাঠানো হয়েছিল। এর মধ্যে ২৭৫টির ফল পাওয়া গেছে। এদের মধ্যে ১৪ জনের পজিটিভ। দিনাজপুরে পিসিআর মেশিন স্থাপনের ফলে, আক্রান্তদের দ্রুত ফল দেয়া যাবে এবং দ্রুত চিকিৎসা করার সুবিধা পাবে এই অঞ্চলের মানুষ। এ সময় উপস্থিত ছিলেন এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ শিবেস সরকার, হাসপাতালের পরিচালাক ডাঃ নির্মল চন্দ্র রায়, উপজেলা বিএমএর সভাপতি ডাঃ ওয়ারেস আলী সরকার, প্রমুখ। এরপর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে করোনাভাইরাস মোকাবেলায় স্মার্ট জীবাণুনাশক টানেলের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।
×