ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্ত আহ্বানে চীনের ‘না’

প্রকাশিত: ১৮:২২, ২৭ এপ্রিল ২০২০

 করোনা নিয়ে আন্তর্জাতিক তদন্ত আহ্বানে চীনের ‘না’

করোনাভাইরাসের সূত্রপাত নিয়ে নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান চীন প্রত্যাখ্যান করেছে। ব্রিটেনে চীনের এক শীর্ষ কূটনীতিক চেন ওয়েন বলেছেন, এই দাবি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং এটা করা হলে এই মহামারী মোকাবেলায় চীন যেভাবে কাজ করছে তা ব্যাহত হবে। কোভিড নাইনটিনের উৎস এবং প্রথমদিকে কীভাবে তা ছড়িয়েছে সে সম্পর্কে তথ্য পাওয়া গেলে তা এই রোগ মোকাবেলায় সহায়তা করবে। গত বছর চীনের উহান শহরে একটা বন্যপ্রাণী বিক্রির বাজার থেকে এই ভাইরাসের উৎপত্তি বলে ধারণা করা হয়। ইতোমধ্যে ইউরোপিয়ান ইউনিয়নের একটি রিপোর্টে অভিযোগ আনা হয়েছে চীন এই সঙ্কট সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে যাচ্ছিল। ওই রিপোর্টে বলা হয়, রাশিয়া এবং কিছুটা কম করে হলেও চীন, ইউরোপিয়ান ইউনিয়ন ও তার প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ছড়িয়েছে। খবর বিবিসি অনলাইনের।
×