ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

নড়াইলে নতুন করে তিন জনের করোনা শনাক্ত

প্রকাশিত: ১৩:২১, ২৬ এপ্রিল ২০২০

নড়াইলে নতুন করে তিন জনের করোনা শনাক্ত

নিজস্ব সংবাদদাতা, নড়াইল ॥ নড়াইলে গত ২৪ ঘন্টায় নতুন করে জেলা প্রশাসকের অফিসের এক ব্যক্তিসহ ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে লোহাগড়া উপজেলার ২জন রয়েছেন। এ নিয়ে জেলায় ৪ চিকিৎসকসহ বর্তমানে মোট ৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী রয়েছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল মোমেন। করোনা আক্রান্ত ৯ জনই নিজ নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন। এছাড়া জেলায় ৫৪০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তিনি জানান, জেলায় মোট ১৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য যশোর পাঠানো হয়েছিলো। আজ রবিবার সকাল পর্যন্ত মোট ৯১টি নমুনার ফলাফল পাওয়া গেছে। এরমধ্যে ৪ জন চিকিৎসক ও জেলা প্রশাসকের সিএসহ ৯ জনের করোনা ভাইরাসের নমুনা পজেটিভ এসেছে। জেলায় সর্বমোট ৯ জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে প্রথম করোনা আক্রান্ত লোহাগড়া উপজেলার পারছাতরা গ্রামের এক ব্যক্তিকে ইতিমধ্যে করোনামুক্ত ঘোষণা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
×